কলকাতা: ৩৩ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। প্যাভিলিয়নে রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলি। লাঞ্চের সময় মনে হচ্ছিল নিশ্চিত হারবে ভারত। কিন্তু একটা সেশন পরেই ছবি বদলে গেল। কারণ দিনের দ্বিতীয় সেশনে দুর্দান্ত ব্যাটিং করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। চা বিরতির সময়ে ভারত ১১২/৩। এখনও ৩৮ ওভার খেলা বাকি, তবে আর ঘণ্টাখানেক এই জুটি টিকে থাকলে ড্রয়ের আশা করাই যায়।
ভারত এই ম্যাচ ড্র করতেই নেমেছে, জয়ের আশা তারা ছেড়েই দিয়েছে। না হলে জয়সওয়ালের মতো আক্রমণাত্মক ব্যাটার লাঞ্চ পর্যন্ত ৮৪ বলে ১৪ করেন! অবশ্য দ্বিতীয় সেশনে কিছুটা রানের গতি বেড়েছে। পঞ্চম দিনের শুরুতে আরও ছয় রান করে অস্ট্রেলিয়া, লিড দাঁড়ায় ৩৩৯। শেষ উইকেটটি নেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁকে ছাড়া এই দলটার যে কী হত!
আরও পড়ুন: লিভারপুলের পাঁচ গোল, জয়ে ফিরল ম্যান সিটি
আরও একবার ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। এই সিরিজের পরেই তিনি অবসর ঘোষণা করলে অবাক হওয়ার কিছু নেই। কোহলির (Virat Kohli) অবস্থাও প্রায় এক। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিলেন। লাল বলের ক্রিকেট খেলার মাইন্ডসেটই হারিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রবিবার টেস্ট বিশ্বকাপ ফাইনালের বার্থ পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। কাজেই মেলবোর্নে ভারতের হারলে চলবে না। ড্র করতে পারলেও সিডনিতে জিতে ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে।
দেখুন অন্য খবর:
The post যশস্বী-ঋষভের দুরন্ত লড়াইয়ে ড্রয়ের আশা ভারতের first appeared on KolkataTV.
The post যশস্বী-ঋষভের দুরন্ত লড়াইয়ে ড্রয়ের আশা ভারতের appeared first on KolkataTV.