স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) অবসর নিয়েছেন অনেকদিন হল। এবার সরে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। সিনিয়রদের মধ্যে পড়ে রইলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বাকি সবাই তরুণ তুর্কি। সুতরাং বোঝাই যাচ্ছে, টিম ইন্ডিয়ার (Team India) এখন থেকে একজনই সর্বেসর্বা, তিনি হলেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় ক্রিকেটে এখন থেকে চলবে গম্ভীর যুগ।
যখন ভারতীয় দলের কোচ ছিলেন না, সে সময় একাধিকবার গম্ভীরকে ‘তারকা সংস্কৃতি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে। রোহিত, কোহলি এমনকী তার আগে এম এস ধোনিদের মতো তারকাদের নিয়ে মাত্রাতিরিক্ত ‘নাচানাচি’র বিরুদ্ধে ছিলেন তিনি। তাঁর কাছে দলের সবাই সমান। এবার নিজের মতো করে দল চালাতে পারবেন তিনি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আইপিএল খেলা হবে না!
সে পথে হাঁটতে গিয়ে প্রথমেই কিছু সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন গম্ভীর। শোনা যাচ্ছে, এবার তিন ফর্ম্যাটে তিনটে আলাদা দল চেয়েছেন তিনি। এমনকী তাঁর চাপেই রোহিত-কোহলির মতো সিনিয়ররা অবসর নিয়েছেন বলেও জল্পনা চলছে। তাঁর এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার কারণ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটিং বিপর্যয়।
এখনও পর্যন্ত যা খবর, টেস্টে পরবর্তী অধিনায়ক হতে পারেন শুভমান গিল। এ ফর্ম্যাটে তাঁর ব্যাটিং গড় ৩৫ হলেও আর কাউকে পাওয়া যাচ্ছে না। এক সময় ঋষভ পন্থ এক নম্বর দাবিদার ছিলেন। কিন্তু দুর্ঘটনা থেকে ফেরার পর তিনি আর আগের ক্রিকেটার নেই। জসপ্রীত বুমরা আছেন, তবে চোটপ্রবণতার কারণে তিনি সব ম্যাচে খেলতে পারবেন না। তাই অগ্রাধিকার পাচ্ছেন গিল।
দেখুন অন্য খবর: