সেমিফাইনালে ইতালি, চ্যাম্পিয়নের স্বপ্ন মানচিনির চোখেে।মানচিনির হাত ধরে এ সত্যিই এক নতুন ইতালি| ২০১৮ সালে যারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, সেই ইতালিই এখন ইউরো কাপের সেমিফাইনালে|দুর্ধর্ষ বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল মানচিনির দল|
তথাকথিত ডিফেন্সিভ খেলা ছেড়ে এবার প্রতিযোগিতার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল ইতালি| গতি, স্কীলে মুগ্ধ করছিল সকলকে| বেলজিয়ামের বিরুদ্ধেও তার অন্যথা হয়নি|
ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই বেলজিয়ামের জালে বল জড়িয়ে দিয়েছিল ইতালি| কিন্তু ভিএআর-র সিদ্ধান্তে অফসাইডে বোনুচ্চির গোল বাতিল| তবে সাফল্য পেতে খুব একটা বেশী অপেক্ষা করতে হয়নি ইতালিকে| ৩১ মিনিটেই বারেল্লার গোলে এগিয়ে যায় ইতালি|
বেলজিয়ামও ম্যাচে ফিরতে মরিয়া ছিল| কিন্তু ইনসিগনে, ইমোবাইলদের ভয়ঙ্কর আক্রমণ কোনও সুযোগই দিচ্ছিল না বেলজিয়ামকে| ৪৪ মিনিটে ইনসিগনের দূরপাল্লার শট থেকে দুরন্ত গোল| জয় প্রায় নিশ্চিত করে দেয় ইতালি|
যদিও ম্যাচের রঙ পাল্টাতে মরিয়া ছিল লুকাকু, দে ব্রুয়েনরাও| প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান লুকাকু|
বিরতির অবশ্য বল দখল বেলজিয়ামের পক্ষেই ছিল| ইতালি রক্ষণকে বারবার বিপদে ফেলছিলেন লুকাকু, দে ব্রুয়েনরা| দু থেকে তিনবার সুবর্ণ সুযোগও পেয়ে গিয়েছিলেন তারা| কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি| কখনও বারে লেগে তো কখনও অল্পের জন্য গোলের গা ঘেষে বেড়িয়ে গিয়েছে বল|
পাল্টা আক্রমণ খুব একটা বেশি চালাতে পারেনি ইতালি| তবে গোলও খায়নি তারা| রেফারির শেষ বাঁশি বাজতেই মিউনিখ স্টেডিয়ামে আজ্জুরিদের বাঁধ ভাঙা উল্লাস শুরু| দীর্ঘ দিনের শাপমোচনে আরমাত্র দুধাপ দূরে দাঁড়িয়ে ইতালি|