গতবার বিশ্বকাপে আসতে না পারা ইতলিই এবার বিশ্বকাপ যোগ্যত অর্জন পর্বে ইতিহাস গড়ল| টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বিশ্ব রেকর্ড তৈরি করল মানচিনির নতুন ইতালি|
গতম্যাচ জিতে স্পেনের রেকর্ড ছুঁয়েছিল| সুইতজারল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে নেমেছিলন বোনুচ্চি, ইনসিগনেরা| জয় আআসনি| সুইতজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেই নতুন রেকর্ডের মালিক হল মানচিনির ইতালি|
অন্যদিকে এদিনই আর্মেনিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপশীর্ষে উঠে এল জার্মানি| আর্মেনিয়ার বিরুদ্ধে গোলের বন্যা| ৬-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল হ্যান্সি ফ্লিকের নতুন জার্মানি| জোড়া গোল গ্যানাব্রির|