স্পোর্টস ডেস্ক: আজ বুধবার রাতে (ভারতীয় সময়ানুযায়ী বৃহস্পতিবার) উয়েফা ইউরোপা লিগের (UEFA Europa League) ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) এবং টটেনহ্যাম হটস্পার (Tottenham)। দুই দল এবং তাদের দুই কোচই এই ট্রফি জিততে মরিয়া। পরিস্থিতি এমন যে জিতলে সমর্থকরা তাঁদের মাথায় করে রাখবেন আর হারলে নেমে ভেসে আসবে সমালোচনা, কটূক্তির বান।
ম্যান ইউয়ের রুবেন অ্যামোরিম (Ruben Amorim) এবং টটেনহ্যামের অ্যাঞ্জ পোস্তাকোগলু (Ange Postecoglou), দুজনেরই বিভীষিকাময় মরসুম গিয়েছে। প্রিমিয়ার লিগে (Premier League) এ মরসুমে আর একটা করে ম্যাচ বাকি আছে সব দলের। লিগ টেবিলে ম্যান ইউ ১৬ এবং টটেনহ্যাম ১৭ নম্বরে দাঁড়িয়ে। এর নীচের তিন দলের অবনমন হবে। ইংল্যান্ডের সবথেকে বড় ক্লাবগুলোর মধ্যে পরিচিত এই দুই দলের ক্ষেত্রে এই অবস্থা ভাবা যায় না।
আরও পড়ুন: বঞ্চিত ইডেন! প্লে অফ, ফাইনাল আমেদাবাদ, মুল্লানপুরে
তবে আজ রাতের জয় অনেক কিছু পাল্টে দেবে। যারাই আজ জিতবে তারা পরের মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। সেই সঙ্গে এ মরসুমে একটা বড় ট্রফি তো জেতা হলই। ম্যান ইউ কোচ অ্যামোরিম অনেকদিন হল ইউরোপা লিগেই ফোকাস করেছেন। প্রিমিয়ার লিগের ম্যাচগুলিতে সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন। পোস্তাকোগলুর চিন্তাভাবনাও একই।
অ্যামোরিম আজ প্রথম একাদশে কাদের রাখেন সেটাই দেখার। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে জঘন্য খেলেছেন র্যাসমুস হোয়লুন্ড। আর এক স্ট্রাইকার জোশুয়া জার্কজি পুরো সুস্থ নন। মেসন মাউন্টকে ফলস নাইন ফর্মেশনে স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন ম্যান ইউ কোচ। ইউরোপার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওই পোজিশনে দুর্দান্ত পারফরম্যান্স দেন তিনি, করেন দুটি অনবদ্য গোল।
দেখুন অন্য খবর: