ওয়েব ডেস্ক: ফিরে এল চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাত। উয়েফা আয়োজিত ক্লাব স্তরের সবথেকে বড় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। মঙ্গলবার এবং বুধবার রাতে রয়েছে দুটি করে ম্যাচ। আজ রাতে আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ (Arsenal vs Real Madrid) এবং বায়ার্ন মিউনিখ বনাম ইন্টার মিলান (Bayern Munich vs Inter Milan)।
এদিন সবথেকে বেশি নজর থাকবে আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের উপর। আজ অবধি কোনও ইউরোপিয়ান ট্রফি জেতেনি লন্ডন (London) শহরের এই ক্লাব। উল্টোদিকে ১৫ বার কাপ জেতা ইউরোপের সফলতম দল রিয়াল। মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনালের পক্ষে কাজটা কঠিন, তবে একেবারে অসম্ভব তা নয়।
আরও পড়ুন: আপুইয়ার ক্ষেপণাস্ত্রে আইএসএল ফাইনালে মোহনবাগান
তবে আর্তেতার দুশ্চিন্তা দলের চোট আঘাত নিয়ে। বেন হোয়াইট, রিকার্ডো কালাফিয়োরি, গ্যাব্রিয়েল এবং জুরিয়েন টিম্বার আজ খেলতে পারবেন না। তবে বুকায়ো সাকা (Bukayo Saka) চোট সারিয়ে ফিরে এসেছেন, সেটা বড় স্বস্তির। প্রিমিয়ার লিগে (Premier League) প্রত্যাবর্তনের ম্যাচে গোলও করেছেন।
এদিনের অন্য ম্যাচে নজর হ্যারি কেনের (Harry Kane) উপর। বায়ার্ন এবং ইংল্যান্ডের (England) স্ট্রাইকার এ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে ফেলেছেন। শেষ ষোলোয় ফায়ানুর্ডকে সহজেই কাবু করা ইন্টারের সামনে কিন্তু কঠিন পরীক্ষা।
দেখুন অন্য খবর: