২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে নামবেন আফগান ক্রিকেট তারকা রসিদ খান| গোটা বিশ্ব তাঁকে দেখতে পেলেও, রশিদের দেশেই দেখা যাবে না তাঁর খেলা| ক্ষমতায় আসার পরই আফগানিস্তানে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করল নতুন আফগান সরকার|
আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে চলেছে| যেখানে ইতিমধ্যেই মেয়েদের স্কুলে যাওয়া থেকে মহিলাদের খেলাধূলো বন্ধ করে দেওয়া হয়েছে|
এবার আরও একধাপ এগিয়ে| আইপিএলও দেখা যাবে না আফগানিস্তানে বসে| ইসলাম বিরোধিতার তকমা দিয়েই, আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে| আর এতেই হতবাক সকলে|
ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকারের মুখে ক্রিকেট প্রেমী কথাটা শোনাযাচ্ছিল| কিন্তু সেই ক্রিকেট প্রেমীরাই এবার তাদের দেশে ক্রিকেট দেখাটাও বন্ধ করে দিল|
রবিবার থেকে সংযুক্ত আরব আমিশাহীর মাঠে শুরু হয়েছে আইপিএলের দ্বিতীয় পর্ব| প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস| সদ্য শুরু হওয়া আইপিএলে দর্শকও প্রবেশ করছে অল্পবিস্তর| আর তাতেই নাকি সমস্যা|
কারণ দর্শানো হয়েছে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে মহিলারাও থাকছে| তাদের কারোরই মাথা ঢাকা নেই| আর তাতেই নাকি তাদের ধর্মকে অবমামনা করা হচ্ছে| এমনটাই মনে করে আফগানিস্তানের ক্ষমতায় আসা নতুন সরকার|
আর এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ সকলে| দেশের মাটিতে তাঁর খেলা দেখতে না পাওয়ার ব্যাথিত তারকা ক্রিকেটার রশিদ খানও|