একের পর এক তারকা ক্রিকেটার সরে দাঁড়াচ্ছেন। বেকায়দায় পড়েছে রাজস্থান রয়্যালস। জফ্রা আর্চার ও বেন স্টোকসের পর আইপিএলের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান জস বাটলারকে পাচ্ছে না।
সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএলের পার্ট-টু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ড উইকেটকিপার-ব্যাটসম্যান বাটলার। করোনা ভাইরাসের আক্রমণে মাঝ পথে স্থগিত হওয়া আসরটি আবার শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
বাটলারের বদলি হিসেবে নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে নেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে রাজস্থান।
ক’দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল বারবাডোজ ট্রাইডেন্টসের অধিকাংশ শেয়ার কিনেছে রয়্যাল স্পোর্টস গ্রু।এই সংস্থাই আইপিএলের দল রাজস্থান রয়্যালসেরও মালিক। মালিকানা বদলে যাওয়ায় সিপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের নতুন নাম এখন হয়ে গেছে-বারবাডোজ রয়্যালস। আর দলটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন ফিলিপস। টুর্নামেন্টটি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে।
আরও পড়ুন: আরবে আইপিএল পার্ট টুতে মাঠে থাকতে পারে দর্শকরা
রাজস্থানের সঙ্গে ২৪ বছর বয়সী ফিলিপসের সম্পর্ক সেই লিগ থেকেই। আর সেই সুবাদে এবার আইপিএলেও ডাক পেয়ে গেলেন নিউ জিল্যান্ডের এই মারকুটে ব্যাটসম্যান। শুধু সিপিএলেই নয়, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও শনিবার শেষ হওয়া একশো বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেডে’ও খেলেছেন তিনি।
নিউ জিল্যান্ডের হয়ে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলা ফিলিপস দেশের হয়ে এই সীমিত ওভারের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করে রেখেছেন গত নভেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেই সেঞ্চুরি দিয়ে তিনি কলিন মানরোর ৪৭ বলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন।
টি-টোয়েন্টির সব ম্যাচ মিলিয়ে মোট চারটি সেঞ্চুরি রয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানটির।
Here we go confirmed! ?
See you soon in Pink, Glenn. ?#HallaBol | #RoyalsFamily | #IPL2021 pic.twitter.com/ZBlV161oJf
— Rajasthan Royals (@rajasthanroyals) August 21, 2021
এদিকে, বাটলারের আগে আরও দুই ব্রিটিশ তারকা ক্রিকেটারকে এবার হারায় রাজস্থান। এবারের টুর্নামেন্ট শুরুর আগেই কনুইয়ের চোটে ছিটকে যান পেসার আর্চার। আর মাঝ পথে আঙুল ভেঙে ছিটকে পড়া অলরাউন্ডার স্টোকসের এই পর্বে ফেরার সম্ভাবনা থাকলেও সেটা শেষ হয়ে গেছে তাঁর ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্রামে চলে যাওয়ার কারণে।
আইপিলের প্রথম ভাগে দারুণ ফর্মে ছিলেন বাটলার। ১৫৩.০১ স্ট্রাইক রেটে রান করেছিলেন। মোট রান হয়ে আছে- ২৫৪। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ১২৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। তাই এই দ্বিতীয় পর্বে তাঁকে না পাওয়া রাজস্থানের জন্য এক বড় ঝটকা।
এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর স্থানে আছে রাজস্থান। সংযুক্ত আরব আমির শাহিতে আগামী ২১ সেপ্টেম্বর পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠের লড়াই শুরু হতে চলেছে ।
ছবি: সৌ-টুইটার