স্পোর্টস ডেস্ক: ফিরছে আইপিএল ২০২৫। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছিল বিসিসিআই। সোমবার ভারতীয় বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ১৭ মে ফিরছে আইপিএল। একই সঙ্গে পিছিয়ে গেল প্লে অফ এবং ফাইনালও। তবে প্লে অফ এবং ফাইনাল কোথায় হবে তা জানানো হয়নি।
আরও পড়ুন: বিরাটের বিদায়বেলায় শচীনের বার্তা, মনে করালেন মন ছুঁয়ে যাওয়া ঘটনা
আপাতত জানা গিয়েছে, ছ’টি ভেন্যুতে লিগ পর্যায় এবং ফাইনাল সহ প্লে অফের খেলাগুলো আয়োজিত হবে। তবে এক্ষেত্রেও ভেন্যুর বিস্তারিত জানা যায়নি। ফাইনাল হবে ৩ জুন। কোয়ালিফায়ার ১ হবে ২৯ মে, কোয়ালিফায়ার ২ হবে ৩০ মে, এলিমিনেটর ১ জুন এবং ফাইনাল ৩ জুন।
বোর্ডের সাম্মানিক সচিব দেবজিত সাইকিয়া আবারও ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং বীরত্বের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের অবদানের জন্যই ফের আইপিএল শুরু করা যাচ্ছে সে কথাও জানিয়েছেন তিনি।
দেখুন আরও খবর: