হৃদরোগে আক্রান্ত ইঞ্জামাম উল হক| অ্যাঞ্জেওপ্লাস্টি হল তাঁর| আপাতত সুস্থ রয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক| তবে এখনই কাটছে না উদ্বেগ| আপাতত হাসপাতালেই চিকিতসকদের পর্যবেক্ষণে রয়েছেন ইঞ্জামাম উল হক|
বিগত তিন দিন ধরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা| তিনদিন ধরেই চলছিল নানান পরীক্ষা নীরিক্ষা| সেই সময়ই ইঞ্জামামের হৃদরোগে আক্রান্ত হওয়ার রিপোর্ট পান চিকিতসকরা|
এরপর আর কোনওরকম ঝুঁকি নিতে চাননি চিকিতসকরা| সোমবার রাতেই অ্যাঞ্জেওপ্লাস্ট করানো হয় প্রাক্তন পাকিস্তান অধিনায়কের| দু বছর আগে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ছিলেন তিনি| কিন্তু নানান কারণেই সেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ইঞ্জামাম উল হক| শারীরিক অবস্থার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে|
সোমবারই হৃদরোগে আক্রান্ত হন ইঞ্জামাম উল হক| অ্যাঞ্জিওপ্লাস্ট হওয়ার পর আপাতত তিনি বিপদের বাইরে বলেই জানিয়েছেন চিকিতসকরা| যদিও হাসপাতাল থেকে এখনই ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই|
পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে ইঞ্জামাম উল হকের| দেশের হয়ে ৩৭৫টি একদিনের ম্যাচে রয়েছে ১১,৭০১ রান| টেস্ট ক্রিকেটে রয়েছে ৮৮২৯ রান| তাঁর আরোগ্য কামনায় সকলে|