Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
IndvsNZ: রবি – বিরাটকে খোলা চিঠি
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ০১:১৯:১৮ পিএম
  • / ৩৪২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ডিয়ার শাস্ত্রী – কোহলি,

আমি এক ভারতীয় ক্রিকেটপ্রেমী। এটা আমার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয়, আমি পেশাদার ক্রীড়া সাংবাদিক। প্রায় ৩০ বছর ভারতীয় ক্রিকেটকে খুব কাছ থেকে দেখছি। প্রচুর সাফল্য – ব্যর্থতা দেখেছি। এমনই এক সন্ধিক্ষণে আজও দাঁড়িয়ে, এই মুখ খোলা চিঠিটা আপনাদের জন্য লিখছি। আরও ২৪ ঘণ্টা আগেও লিখতে পারতাম। কিন্তু দিনের দিনে লিখবো বলে , ম্যাচ ডে-তেই লিখছি।

রবি, আপনি দলের হেড কোচ। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাস বলে, আপনি ধুরন্ধর অধিনায়কও হয়ে উঠতে পারতেন। কিন্তু সুযোগ পাননি। আপনি অবসরের পর ক্রিকেট ধারাভাষ্যকার হয়ে যা যা করেছেন, তাতে সকলে বুঝতে পেরেছেন – আপনার ম্যাচ রিডিং খুব ভালো। এখন আপনি জাতীয় দলের হেড কোচ। সাফল্য পথে আপনি অধিনায়ক পেয়েছিলেন ধোনিকে। এখন পাচ্ছেন কোহলিকে। বলবো, নেতা কোহলির সঙ্গে আপনার মনের মিল অনেক। ভালো। কোহলি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনার সময় বিরাট ভালো মন্দের মধ্যে দিয়ে চলছেন।
আরও পড়ুন:সামির পাশেই টিম ইন্ডিয়া, সমালোচকদের কড়া বার্তা বিরাট কোহলির

রবি, আপনি আর বিরাট জুটি এখনও কোনোও আই সি সি টুর্নামেন্ট জেতেননি। আপনার এটাই শেষ সুযোগ। দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। তাই, এই টি টোয়েন্টি বিশ্বকাপই শেষ সুযোগ। নিশ্চয়ই রেকর্ডটি হাতছাড়া করতে চাইবেন না।

কিন্তু পাকিস্তানের কাছে প্রথম ম্যাচেই বেনজির হার। একটা উইকেটও নিতে পারেনি, ভারতীয় বোলাররা। ১০ উইকেটে হার। এই প্রথমবার, আইসিসি’র ইভেন্টে পাকিস্তান প্রথমবার ভারতকে হারিয়ে দৌড় শুরু করে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে। তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার টুইলভে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে। এবার সাতদিন পর আজ আপনার দল নামছে , নিউজিল্যান্ডকে হারাতে। আর আপনার দল হারলে, আপনার সাফল্যের গ্রাফ ভেঙে যাবে। মাঠের বাইরে আপনি থিঙ্ক ট্যাঙ্ক এর অঙ্গ। দলে পরিবর্তন আনুন।

বলাই হয়, হর্সেস ফর দ্য কোর্সেস। রেস জেতা ছাড়া আর গতি নাই। এই রেস জিততে সেইসব ঘোড়া চাই, যারা আপনার বুক চিতিয়ে হাঁটা এখনও ধরে রাখতে পারবে। আপনি জানেন, তারা করা।
আরেকবার মনে করাই, রোহিত মুম্বইকার। আপনার এলাকার ব্যাটার। থাকছেন। কে এল রাহুলকে নিয়ে নিয়ে পরীক্ষা না করে দলে রাখুন, তিনি কিপিং টাও পারেন। কোহলি তিনে। চারে সূর্য কুমার যাদবকে এই ম্যাচের জন্য না ভাবে ঈশান কিষাণকে ভাবুন। ঈশান বাঁ- হাতি। বড়ো মারতে পারেন। কলজে আছে। এরপর সেই হার্দিক পান্ডিয়াকেই দেখবো হয়তো। পুরো ফিট প্লেয়ার খেলেন। আধা ফিটকে সময় দিন আর একটু সুস্থ হতে। তাঁর জায়গাতে, শার্দুল ঠাকুর খেলুক। জাদেজাকে ছয় নম্বরে ভাবা থাকুক। প্রয়োজনে শার্দুল উঠে আসবেন এক ধাপ।

আপনি নিশ্চয়ই, তিন পেসার দুই স্পিনারের আটকে থাকবেন। নুতন কিছু ভেবে, শার্দুলকে খেললে, ভুবনেশ্বরকে বসিয়ে বাড়তি স্পিনার অভিজ্ঞ অশ্বিনকে খেলানো উচিৎ। দেখুন, যতোই মিস্ট্রি বোলার বলে বরুণ চক্রবর্তীকে খেলতে চান – তিনি এখনও বিগ ম্যাচ প্লেয়ারই নন। মানেন নিশ্চই। সময় লাগবে। আমার আজ আর সময় নেই। তাই অভিজ্ঞ অশ্বিনকে দলে ফেরান। তাতে বোলিং বৈচিত্র বাড়বে অনেক। জাদেজা ( লেফট আর্ম স্পিনার), অশ্বিন( অফ স্পিনার), বরুণ ( লেগ ব্রেক ) — নিউজিল্যান্ডকে চাপে রাখার পক্ষে বেশ মজবুত ভাবনা। ভাবতে চাইলেন কি? বলেছেন কি কোহলিকে? ধোনি দলবদলে খুব বেশি বিশ্বাসী নন। কিন্তু মেন্টর টাকা পয়সা নেন না বলে, তিনি দল গড়তে দায়বদ্ধ নন, এটা ভাবা ঠিক হবে না। আজ দেশের দরকার। সেরা সেনানী নিয়ে নামুক দল।

কোহলি, আপনার রবি ভাইকে লিখেছি যা যা লেখার।
আপনার জন্য কিছু লিখছি। আপনার প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনের নানান বক্তব্য শুনলাম। আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়াতে শামিকে নিয়ে যে ধরনের ( তাঁর ধর্ম নিয়ে) নিন্দনীয় সমালোচনা হয়েছে, তাতে আপনারা ক্ষুব্ধ। স্বাভাবিক। আমিও আপনার পাশে। আমিও মানতে পারছিনা না। ২০০% শামির পাশে আছেন। ঠিক উত্তরই দিয়েছেন। প্লিজ, ইগো সরিয়ে একবার অভিজ্ঞ অশ্বিনকে নিয়ে ভাবুন। দলের ম্যাচ উইনার তিনিও। নিউজিল্যান্ডের শিবিরে পাল্টা আঘাত হানতে তাঁকে দরকার। এবার কার জায়গাতে তে কে, তা আপনি ভালো বোঝেন।

আপনার ক্রিকেট নিয়ে লেখার বা বলার অধিকার আমার দেশের একজন ক্রিকেটপ্রেমী হয়ে আমার আছে। কিন্তু, আপনার ব্যাটিং নিয়ে বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই। দেখাতেও চাই না। শুধু বলতে চাই, দলটাকে নেতৃত্ব দেবেন বলেই তো আপনি দলনেতা। সকলের নেতা হওয়ার চেষ্টা করুন। জানি, আপনি আর টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে নেতৃত্ব দেবেন না। ওয়ান ডে তেও হয়তো আবার আপনি নেতৃত্ব ছেড়ে দেওয়া কথা ভাববেন। টেস্টে আপনি নিজেকে জড়িয়ে রাখতে চাইবেন। ক্যাপ্টেন আর ব্যাটার হয়ে থাকবেন। আপনি রান করতে ভালোবাসেন। আপনার রান করা দেখতেও ভালোবাসি খুব।

কিন্তু ক্রিকেটের চেয়ে নিজেকে প্লিজ বড় ভাববেন না। মহান ক্রিকেটে কোনও তারকা বড় হতেই পারেনা। দেশ আজ আপনাকে সেরা নেতা হয়ে দেখতে চায়। শুধু ব্যাটিং দিয়ে আপনি দেশকে জিতিয়ে দিতে পারেন আজ। কিন্তু দেশকে এগিয়ে দিতে হবে আপনাকে। দেশের নেতা তো দশের নেতা ( ১০+১)। আজ এটা মেনে সেরা দল নিয়ে মাঠে নেমে ম্যাচটি জিতুন।

শুভেচ্ছা রইলো।
জয় হিন্দ। বন্দেমাতরম।

ছবি:সৌ-টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

আদালত নিয়ে মন্তব্যে বিতর্ক, বিজেপি নেতাদের সতর্ক করলেন নাড্ডা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
এপ্রিলেই ভারত- ফ্রান্স রাফাল মেরিন যুদ্ধবিমানের ৬৩,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
কেরালার বিরুদ্ধে আজ ইস্টবেঙ্গলের সুপার কাপ অভিযান
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড লড়াইয়ের শপথ নেওয়ার, বললেন উচ্ছ্বসিত বিমান বসু
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
গরম পড়তেই জলসঙ্কট, সক্রিয় নবান্ন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ইস্টার উপলক্ষে পুতিনের যু*দ্ধবিরতির ঘোষণাকে সন্দেহের চোখেই দেখছে কিয়েভ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান, আমেরিকার রাস্তায় হাজার হাজার মানুষ, কেন?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি পুলিশের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিজেপির হিন্দুত্বের পোস্টার কেড়ে নিতে উদ্ধব ও রাজ কাছাকাছি?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
জাফরাবাদের বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ‘মূল চক্রী’
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মিলে গেল নিজের ভবিষ্যদ্বাণী, ইজরায়েলি হামলায় মৃত গাজার সাংবাদিক
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বামেদের ব্রিগেডে নেই মীনাক্ষীর নাম, কেন?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেয়ের বিয়েতে পুষ্পা ২ সিনেমার গানে নাচলেন কেজরিওয়াল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
প্রকৃতির রোষানালে জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টি সহ ভূমিধস কেড়ে নিল তিনটি প্রাণ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ম্যান সিটির জয়, বিধ্বংসী অ্যাস্টন ভিলা  
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team