বেশ চলছিল ক’দিন। সকাল সকাল টোকিয়ো অলিম্পিক্স সম্প্রচারে চোখ রাখা, আর আশায় সময় গোনা। ভারতের আর কি আসে! আর দুপুর কাটতেই টেস্ট ক্রিকেট। ভারত বনাম ইংল্যান্ড। প্রথম টেস্ট চলছে।
শনিবার ভোর থেকে গল্ফ নিয়ে সময় কাটছিল। ভারতের ২৩ বছরের অদিতি ছিল যে পদক জয়ের লড়াইয়ে। অল্পের জন্য পদক হাতছাড়া হল, হঠাৎ বৃষ্টিতে। ছন্দ পতন হয়েছিল হয়তো। তাই শেষ হোলে সাদা বলটি টুক করে ফেলতে গিয়ে একটা পয়েন্ট হাতছাড়া হল। ব্যাস, খেল খতম। কিন্তু দিনের শেষে কোহলি বাহিনী আশাটাকে উস্কে দিয়েছে।
টেস্টের চতুর্থ দিন ছিল শনিবার। সুপার সানডে হতে চলেছে। ভারত অলিপিক্সে ৭টি পদক নিয়ে শেষ করেছে। লন্ডন অলিপিক্স এতদিন ছিল ৬ টি পদক নিয়ে সেরা অভিযান। এবার সোনা – রূপো – ব্রোঞ্জ সব এসেছে। সেই আসরের যবনিকা এই সানডে! আর একই দিনে সকল ভারতীয় অপেক্ষায় থাকবেন, টেষ্টে জয় দেখতে।
আরও পড়ুন: INDvsENG: ভারতীয় পেসারাই নিয়েছে রুটদের ১০ উইকেট!
রবিবার, থুড়ি সানডে কেন সুপার হতে যাচ্ছে? ভারতের আর ১৫৭ রান দরকার। ক্রিজে রো হিট শর্মা। এই তো সেই ম্যাচ – যে ম্যাচ রোহিত একাই নায়ক হতে পারেন। টি টোয়েন্টির ওস্তাদ ক্রিকেটার। পারবেন না? সারাদিন হতে ৯০ ওভার। ওভার পিছু দু – রান করেও তুলতে হবে না। ১৫৭ রান আর দরকার।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট নেতাসুলভ সেঞ্চুরিটা পেয়েছেন। বড় কিছু করার জন্য প্রস্তুত। বিরাট নুতন বলটা নিয়ে নিলেন। রুটের উইকেটে বিছিয়ে যাওয়া শিকড় উপড়ে ফেললেন বুমরহ। সেই বু… বু … শুনতে থাকা বুমরহ। দ্বিতীয় ইনিংসে ব্রিটিশদের ৫ উইকেট নিয়ে , ম্যাচের শিকার করে নিলেন – ৯! ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তিনশোর গণ্ডি টপকে গেলেও, দিনের শেষে চাপের মুখে। ভারতের সামনে প্রথম টেস্টটি জয়ের হাতছানি। ২০৯ রান তাড়া করে শুরু হয়েছে। দিনের শেষ ৫২ রান চলে এসেছে। জানি, প্রথম ইনিংসের সফল রাহুল আউট হয়ে ফিরে গেছেন। তাতে কি! শক্ত পোক্ত ব্যাটিং লাইন আপ সাজিয়ে এই টেস্ট খেলতে নেমেছেন কোহলিরা। এবার তো বুঝে নেওয়ার পালা।
ক্রিকেট আড্ডা গ্রুপের কেউ কেউ বলছিল, শেষদিন একটা সেশনেই জিতে নেওয়া যাবে। লাঞ্চের মধ্য , ৩০ ওভার হতে পারে। ওভার পিছু ৫ রান নিশ্চয়ই উঠছে না। বরঞ্চ , ব্রডকে দেখে অ্যান্ডারসন আর রবিনসন তো দেখলাম – বলের পালিশ সামলেছেন।
কাজটা সহজ হবে না। আকাশের মুখ ভার। বল হওয়ায় দুলছে। সঙ্গে গতির খেলা। বিশ্ব চ্যাম্পয়নশিপ ফাইনালের বিপর্যয় থেকে কোহলিরা ছিটকে বেরুতে চান। বিরাট সারাক্ষণ, মাঠে প্রতিপক্ষের নেতা হয়ে দেখলেন – নেতা রুট লড়াইটা কিভাবে টেনে নিয়ে গেছেন। এবার কিন্তু তাঁর পালা।
?? #LateCut ??
? Root's brilliant ?
? Bumrah takes ?
? Pant's superb catch ?
? Broad's late strike ☝️Roll on day five! #ENGvIND ?????????
? Day four report ?https://t.co/dSJfuTVcuppic.twitter.com/OaEVMhrrSR
— Sky Sports News (@SkySportsNews) August 7, 2021
টেস্ট ক্রিকেটের এই হল স্বাদ। বাতাসে ভর করে বড় বড় সুইং হবে। ব্যাটসম্যান ব্যাট দেবো কি দেবোনা – এমন দো টানায় থাকবে। পূজারা কিন্তু দিনের শেষে একটা বাউন্ডারি মেরেছেন। ‘আমি পারি’ – এটা পূজারা মনে যদি এই বাউন্ডারি দিয়ে ঢুকে গিয়ে থাকে এমন ভাবনা, তা হলে অ্যাডভান্টেজ ইন্ডিয়া।
বৃষ্টি বাদ না সাধ, এই টেস্টের মীমাংসা নিশ্চিত।
ছবি: সৌ – টুইটার