অলিম্পিকের শুরুতেই ধাক্কা| মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে গেলেন অপূর্বি চান্ডেলা এবং এলানেভিল ভালারিভান|
বিশ্ব র্্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন এলানেভিল| পদকের লড়াইয়ে সেটাই আশার আলো দেখাচ্ছিল সকলকে| কিন্তু ২১ বর্ষীয় তারকা শেষরক্ষা করতে পারলেন না| লড়াইটা চালালেও প্রথম আটের মধ্যে জায়গা করতে পারলেন না তিনি| ১৫ নম্বরেই থামতে হল এলানেভিলকে|
অপূর্বি চান্ডেলা থামেন ৩৬ নম্বরে| এলানেভিল শুরুটা ভাল করলেও, মাঝপথেই তাল কাটে তাঁর| পাঁচটি খারাপ শটেই শেষ হয়ে যায় পদকের লড়াইয়ে থাকার সমস্ত আশা|
৬০টি শটে এলানেবিলের পয়েন্ট ৬২৬.৫| অপূর্বি চান্ডেলার পয়েন্ট ৬২১.৯| পদকের লড়াইয়ের জন্য ছাড়পত্র পেতে যা যথেষ্ট ছিল না| একইসঙ্গে বিশ্বের এক নম্বর এবং প্রাক্তন এক নম্বর বিদায় নিলেন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের প্রতিযোগিতা থেকে|