লন্ডন: ওভালের শেষদিন ভারতের ভাগ্য বোলারদের হাতে| বুমরা, সিরাজ, উমেশ এবং শার্দূলদের দিকে তাকিয়ে গোটা দেশ| ৭৯ সালের পর ওভালে ফের টেস্ট জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়া|
গোটা সিরিজে সমালোচনায় জর্জরিত ভারতীয় ব্যাটিং| তার জবাব দ্বিতীয় ইনিংসে দিতে পেরেছেন কোহলি, পন্থরা| ইংল্যান্ডের মাটিতে রানের পাহাড় করে ৪০০ রানের গন্ডী বিরাট বাহিনী পেরিয়েছে| লিড ৩৬৭ রানের|
চতুর্থ দিন বিরাটের ৪৪, শার্দূলের ৬০ এবং ঋষভ পন্থ পেয়েছেন ৫০ রান| শেষ মুহূর্তে বুমরা, উমেশ যাদবের ঝোড়া ইনিংস| দ্বিতীয় ইনিংসে ভারত করে ৪৬৬ রান| ১৯৭৯ সালের গাওস্করের হাত ধরে ভারতের ৪২৯ রানও টপকে গিয়েছে ভারত| তবে সেবার জয় আসেনি, ড্র করে মাঠ ছেড়েছিল ভারত| এবার এই রানের পাহাড়ে পৌঁছনোর রেকর্ড ভাঙার অপেক্ষায় ওভালে চোখ আটকে আছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের
পঞ্চম দিন ভারতের সামনে জোড়া চ্যালেঞ্জ| কঠিন পরীক্ষা বোলারদের সামনে| চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড একটিও উইকেট না খুইয়ে দাঁড়িয়ে রয়েছে ৭৭ রানে|
ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করতে পঞ্চম দিনের শুরুতেই যে একটা বড়সর ধাক্কা দিতে হবে ভারতীয় বোলারদের| প্রথম চারদিন দেখে একটা জিনিস স্পষ্ট| ওভালের প্রথম এক ঘন্টাই ম্যাচের ভবিষ্যত নির্ধারণ করবে|
এখন শুধুই রাত কেটে ভোর হওয়ার অপেক্ষা| ওভালের বাইশ গজে ব্রিটিশ নাকি ভারতের বিরাট শাসন দেখা যায়, সেটাই দেখার|