আর্জান্তিনাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল| শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে নামবেন মনপ্রীত সিংরা|
স্পেনের পর আর্জেন্তিনার বিরুদ্ধেও এদিন দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন ভারতের| ৩-১ গোলে জেতে টিম ইন্ডিয়া|
ম্যাচের প্রথম কোয়ার্টারেই বরুণ কুমারের গোলে এগিয়ে যায় ভারত| যদিও সেই গোল বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা| দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে আর্জেন্তিনা|
কিন্তু ভারতকে আটকানোর জন্য তা হয়ত এদিন যথেষ্ট ছিল না| যদিও সুযোগ পেলেও তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়াতে পারেনি ভারত|
ছক বদলে চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ভারতীয় তারকারা| ৫৮ মিনিটে বিবেক সাগর সিংয়ের গোলে জয়ের পথে এগোয় ভারত| আর ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্ণার থেকে হরমনপ্রীত সিংয়ের গোল|
আর্জেন্তিনার কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয়| ১৯৮০ সালে শেষবার সোনা জিতেছিল ভারতীয় দল| ৪১ বছর পর সেই খরা কাটাতে এখন মরিয়া মনপ্রীতরা|
৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা পাকা হয়ে গিয়েছে| সোনা জয়ের লক্ষ্যে তিন ধাপ রেড়োতে হবে মেন ইন ব্লুজদের|