সিরিজে এগিয়ে রয়েছে ভারত| ইংল্যানডের বিরুদ্ধে সিরিজ জয়ের রাস্তা সুগম করতে এখন একটাই লক্ষ্য বিরাট কোহলিদের সামনে| লিডস টেস্ট| রবিবার থেকেই হেডিংলিতে প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া|
লর্ডসে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স| সেইসঙ্গে দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধের উত্তাপ| যা ভারত-ইংল্যান্ড সিরিজকে এখন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে| জয়র ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় দল|
পৃথ্বি শ, সূর্যকমার যাদব যোগ দিয়ে দলের শক্তি আরও বাড়িয়েছে| যদিও লিডসে তারা খেলবনে কিনা তা এখনও স্পষ্ট নয়| সম্ভবত উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইছে বিরাট বাহিনী|
গতম্যাচে বলের পাশাপাশি ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স দখিয়েছেন বুমরা, সামি| প্রতিপক্ষ শিবিরে বেশ কিছু বদল এলেও, এই বোলিং লাইনআপের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় দল|
রবিবার থেকে লিডসে প্রস্তুতি শুরু করে দিল বিরাট কোহলি অ্যান্ড কো| সিরিজের ব্যাবধান বাড়ানোই এখন পাখির চোখ শাস্ত্রীর দলের|