কলকাতা: ১৯ নভেম্বর দীর্ঘ ১২ বছর পর ভারত (India) বিশ্বকাপ (World Cup Final 2023) জিতবে সেই আসায় বুক বেঁধেছিল ভারতবাসী। কিন্তু, রবিবাসরীয় দুঃস্বপ্নের কাণ্ডারী অস্ট্রেলিয়া। মাথা নত আর চোখে জল নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছাড়ল বিরাট-রোহিতরা। শেষ লড়াইয়ে হেরে গিয়ে যখন হতাশ টিম ইন্ডিয়া তখন তাঁদের পাশে গোটা দেশ। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার উদ্দেশে বিশেষ বার্তা শেয়ার করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
সোশ্যাল মিডিয়া পেজে তিনি লেখেন, “এই পুরো টুর্নামেন্টে ভারতীয় দল যেভাবে খেলেছে তা অত্যন্ত সম্মানের। তাঁদের দৃঢ় মনোভাব ও খেলার প্রতি একগ্রতা প্রশংসনীয়। খেলার দুনিয়ায় হার-জিত তো থাকবেই। খারাপ দিন আসতেই পারে। দুর্ভাগ্যবসত সেটা অজই এসেছে। তবু বলব অসংখ্য ধন্যবাদ টিম ইন্ডিয়া। ক্রিকেটের দুনিয়ায় আমাদের দেশ ভারতের যে অবদান তাতে আমরা গর্বিত। তোমাদের জন্য ভালোবাসা আর শ্রদ্ধা। তোমরাই আমাদের দেশকে গর্বিত করেছো।”
আরও পড়ুন:ব্যর্থতার পর স্বামীকে বাহুডোরে বেঁধে সান্ত্বনা অনুষ্কার