লন্ডন: লিডসের পর ওভালেও ভারতের ব্যাটিং বিপর্জয়| ভরসা আবারও সেই বোলারদের ঘিরেই| বিরাট এবং শার্দূলের অর্ধশতরান ছাড়া এদিনও ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারলেন না কেউই| ওপেনিং থেকে মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ| ভারতের প্রথম ইনিংস শেষ ১৯১ রানে| দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৫৩|
দল বদলের ইঙ্গিতটা লিডস টেস্টের পরই এসেছিল| ওভালেও হয়েছেও তা| দুই বোলার বদল| সামি, ইশান্তের বদলে টিমে এসেছেন শার্দূল এবং উমেশ যাদব| চার পেসারেই ভরসা রেখেছেন বিরাট কোহলি| লক্ষ্যটা ছিল লিডসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর| কিন্তু বিরাটরা কী পারলেন| প্রথম দিনের শেষে প্রশ্নটা রয়েই গেল|
টস জিতে এদিন ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট| লিডসের স্ট্র্যাটেজিতেই ভারতকে মাত দেওয়ার লক্ষ্য তাঁর| রবিনসন, ক্রিস ওকসদের হাত ধরে হলও সেটাই| রোহিত থেকে রাহুল, পূজারা, রাহানে কেউই ক্রিজে থাকতে পারলেন না বেশিক্ষণ|
রোহিত ফিরলেন ১১ রানে| রাহুল করেন ১৭| পুজারা ৪ রান এবং রাহানে ১৪ রানেই সাজঘরের পথ ধরেন| লড়াইটা একা চালিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি| অর্ধশতরান পেলেন ঠিকই, কিন্তু লড়াইটা মাঝপথেই ছাড়তে হল তাঁকেও| ৫০ রানে থামেন তিনিও|
শেষ মুহূর্তে শার্দূল ঠাকুর ৫৭ রানের ইনিংস খেলতে না পারলে, হয়ত আজও একশোর গণ্ডী টপকানো কঠিন ছিল ভারতের সামনে| চা বিরতির কিছুক্ষণ পর ১৯১ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস|
ব্যাটসম্যানরা না পারলেও, ভারতীয় বোলাররা কিন্তু ওভালে স্বমহিমায়| আগুনে বোলিং বুমরার| সঙ্গে উমেশ, শার্দূলরাও| ওপেনিং জুটি ভাঙার পাশাপাশি জো রুটের উইকেটও ইংল্যান্ড এদিন খুইয়েছে| এতকিছুর মধ্যে এটাই হয়ত ভারতীয় শিবিরে একটু স্বস্তি এনে দিতে পারছে|