মিশন অলিম্পিক| টোকিওয় পদক জয়ের লক্ষ্যে শনিবার রওনা দিলেন ভারতীয় অ্যাথলিটরা| প্রথম ভাগে ৮৮জনের দল রওনা দিল দিল্লি থেকে|
ভারতীয় অলিম্পিকের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশি অ্যাথলিট যোগ্যতা অর্জন করেছেন অলিম্পিকের মঞ্চে| ইতিমধ্যেই ক্রোয়েশিয়া থেকে পৌঁছে গিয়েছে ভারতীয় শ্যুটিং দল| শুক্রবার রাতেই টোকিওয় গিয়েছেন মীরাবাই চানুও|
শনিবার দিল্লি বিমান বন্দর থেকে রওনা হলেন সুতীর্থা মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য বিভাগের অ্যাথলিটরা| হকি, ব্যাডমিন্টন সহ আটটি বিভাগেপ অ্যাথলিটরা এদিন টোকিওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন|
বিমান বন্দরেই উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় অ্যাথলিটদের| সকলের কাছে আবদার একটাই পদক জিতে ফেরার| ভারতীয় দলের সিঅফের জন্য উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর নারিন্দর বাত্রা|
করোনার জন্য একসঙ্গে নয় ভাগে ভাগেই টোকিওয় পৌঁছচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা| টোকিওয় পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইন| তারপরই সিন্ধুরা নেমে পড়বেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে|