টোকিওয় শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু ভারতীয় অ্যাথলিটদের| সোমবার থেকেই নেমে পড়লেন সিন্ধু, অতনু দাস, প্রণতি নায়েকরা|
রবিবার সকালেই টোকিওয় পৌঁছেছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম ব্যাচ| ননান পরীক্ষা নিরিক্ষার পর ভিলেজে পৌঁছনোর পর থেকে খোশ মেজাজেই দেখা গিয়েছে ভারতীয় অ্যাথলিটদের|
একবেলা বিশ্রাম| আর সময় নষ্ট করতে নারাজ পদকের লক্ষ্যে থাকা ভারতীয় অ্যাথলিটরা| আর্চারি রেঞ্জে সোমবার সকাল থেকেই প্রস্তুতিতে মগ্ন বাংলার অতনু দাস| সঙ্গে রয়েছেন দীপিকা কুমারি সহ অন্যান্যরা|
গতবার রিও-তে রুপো পেয়ে অলিম্পিকে থামতে হয়েছিল পিভি সিন্ধুকে| ভারতের ব্যাডমিন্টনে অন্যতম পদকের দাবীদার তিনি| প্রস্তুতিতে তাই প্রতিপক্ষ হিসাবে বি সাই প্রনীথকে বেছে নিয়েছেন সিন্ধু| হাতে তো রয়েছে মাত্র ৪ দিন আর|
Destination Tokyo 🗼
4 Days To #Tokyo2020!
Training Session | Day 1
Catch the glimpses from @Pvsindhu1 & @saiprneeth92 first training session along with Park Tae Sang at @Tokyo2020#Cheer4India@PMOIndia @ianuragthakur @NisithPramanik @WeAreTeamIndia @BAI_Media @PIB_India pic.twitter.com/3K7k7EQ85N
— SAI Media (@Media_SAI) July 19, 2021
দীপা কর্মকারের পর জিমনাস্টিকে ভারতের মুখ এবার আরও এক বাঙালি| প্রণতি নায়েককে ঘিরে পদকের আশায় অগুন্তী ভারতীয়| চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তিনিও|
সৌঃ ট্যুইটার
শ্যুটিং থেকে টেবিল টেনিস সব জায়গাতেই চিত্রটা একই| অলিম্পিকের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ভারতীয় অ্যাথলিট যোগ্যতা নির্ণয় করেছে| কমনওয়েলথ, এশিয়াডে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা|
সেই থেকেই তাদের ঘিরে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে| এখন শুধুই তাদের পোডিয়ামে দেখার অপেক্ষায় সকলে|