দেশে ফিরলেন নীরজ চোপড়া| একইসঙ্গে ফিরলেন বাকি অ্যাথলিটরাও| টোকিও অলিম্পিকের মঞ্চে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জিতেছেন নীরজ চোপড়া|
সোমবার বিকেলেই দেশে ফিরলেন তিনি| একইসঙ্গে ফিরলেন বজরং পুনিয়া, রবি দাহিয়ারাও| অলিম্পিকের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন তারা|
দিল্লি বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে সকাল দুপুর থেকেই বিমা বন্দরে উপস্থিত ছিলেন অগুন্তী ভক্ত| অপেক্ষা নীরজ সহ বাকিদের দেশে ফেরার|
উচ্ছ্বাসটা হওয়ারই ছিল| সকাল থেকেই ছিল ভিড়টা ক্রমশ বাড়ছিল| বাড়ির লোক থেকে আত্মীয়রা আগেই পৌঁছ গিয়েছিলেন| আর বিমান বন্দরের বাইরে ছিল অসংখ্য ভক্তের ভিড়|
Tiranga, Bajrang and the emotions of a thankful nation! 🇮🇳
Olympics bronze medalist wrestler @BajrangPunia returns to a rousing welcome at Delhi's IGI Airport pic.twitter.com/cTqPUrCZPb
— DD News (@DDNewslive) August 9, 2021
নীরজ, বজরং, লভলিনাদের জন্য কারোর হাতে ফুলের স্তবক তো কেউ উপস্থিত মালা নিয়ে| ইচ্ছা একটাই| সোনার ছেলে মেয়েদের একবার সমনে থেকে দেখার| টোকিও থেকে দেশে ফেরার পর দিল্লি বিমান বন্দরে যে দৃশ্য দেখে আপ্লুত অলিম্পিকে পদক জয়ীরাও|