লিডসের পিচ এবং আবহাওয়া দেখে রুটদের বিরুদ্ধে এই ম্যাচেও চার পেসারেই আস্থা ভারতীয় টিম ম্যানেজমন্টের| বুধবার জো রুটদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামছে টিম ইন্ডিয়া| এই ম্যাচ জিতে সিরিজ জয় কার্যত পাকা করে ফেলতে চায় বিরাট বাহিনী|
লিডসে সেই প্রস্তুতিতেই ব্যস্ত এখন ভারতীয় দল| গতম্যাচে ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করেছিলেন ভারতীয় পেসাররা| সিরাজ, ইশান্ত, সামি এবং বুমরাদের নিয়ে এই ম্যাচেও রুটদের প্যাভিলিয়নে ফেরানোর ছক কষছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট| শুধু চিন্তা একটাই| ভারতের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে|
পরপর দু ম্যাচেই ব্যাট হাতে বড় রান পাননি বিরাট কোহলি| গতম্যাচে রাহানে, পুজারা প্রায় ৫০ ওভার ব্যাটিং করলেও, সেই স্বস্তি এখনও দিতে পারছেন না তারা| লিডসে চোট বিধ্বস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এটাই ভাবাচ্ছে বিরাটদের শিবিরকে|
যদিও দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ওপেনিং জুটি| সেইসঙ্গে রানের মধ্যে রয়েছেন জাদেজা এবং ঋষভ পন্থও| তবে অপরিচিত লিডস নিয়ে একটু বেশিই সাবধানী ভারতীয় দল| দলের বেশিরভাগ তরুণ ক্রিকেটারেরই এখানে খেলার অভিজ্ঞতা নেই| তাই সাবধানে পা ফেলতে চাইছে তারা|
ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচেও অবশ্য বোলিংই ভারতের প্রধান ভরসা| তাই তো বোলিং কম্বিনেশন বদলের কথা চিন্তাই করছেন না বিরাট, শাস্ত্রীরা| প্রতিপক্ষ শিবিরেও রয়েছে অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ পেসার| সেই কথাও মাথায় রয়েছে ভারতীয় দলের|
তবে চোট আঘাতে জর্জরিত ইংল্যান্ড শিবিরে বেশ কয়কজন ক্রিকেটার নেই| চোটের জন্য ছিটকে গিয়েছেন উডসও| প্রায় তিন বছর পর ইংল্যান্ড শিবিরে ফিরেছেন ডভিড মালান| আর এই সুযোগটাই হয়ত একেবারে হাতছাড়া করতে চাইছে না ভারতীয় দল|