কলকাতা টিভি ওয়েবডেস্ক: শনিবার বোর্ডের এজিএমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা(India vs South Africa) সিরিজেই সবচেয়ে বেশি নজর বোর্ড কর্তাদের| কলকাতায় ৯০ তম বার্ষিক সাধারণ সভায় বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), জয় শাহ-রা| সেখানে ওমিক্রণ নিয়ে চলতে থাকা উদ্বেগের মাঝে সিরিজ নিয়েই প্রধান আলোচনা করবেন বোর্ড কর্তারা|
আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে প্রথম টেস্ট ম্যাচে নামার কথা বিরাট কোহলিদের| কিন্তু তার আগে হঠাত্ই দক্ষিণ আফ্রিকায় নতুন করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রণের হানা| যা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে| ভারতেও ঢুকে পড়েছে এই নতুন ভ্যারিয়েন্ট|
আন্তর্জাতিক বিমান যাতায়াতের ওপর কডাকড়ি শুরু করেছে ভারত সরকারও| ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপিয়ন ইউনিয়নও| সেই সময়ই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর| এমন পরিস্থিতিতে তা কীভাবে সম্ভব, তা নিয়ে চিন্তা বাড়ছে| যদিও দক্ষিণ আফ্রিকা বোর্ড ও সরকার ভারতকে সম্পূর্ণ নিরাুদ বায়োবাবলে ক্রিকেটারদের রেখেই খেলা করানোর আশ্বাস দিয়েছিল| তবুও বোর্ড আরও আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায়|
শোনাযাচ্ছে শনিবার বোর্ডের ৯০ তম বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ই নাকি প্রধান আলোচ্য| সিরিজ পিছোনোর প্রস্তাব দেওয়া হবে নাকি, দল যাবে এসব নিয়েই আলোচনায় বসবেন বোর্ড কর্তারা| যদিও নিজেদের মধ্যে আলোচনার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা| এরপরই সিদ্ধান্ত|
এই আলোচনার পাশাপাশি শনিবারই হয়ত ঠিক হয়ে যাবে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের রুটম্যাপ| ঘরোয়া প্রতিযোগিতা থেকে ভারতের হোম, অ্যাওয়ে ম্যাচের সূচী নিয়েও হবে আলোচনা|
এছাড়া এনসিএ প্রধান হিসাবে ভিভিএস লক্ষ্মণের নামও দিনই পাকা হয়ে যাবে| আলোচ্য বিষয়ের মধ্যে অন্যদুটি হল জেনারেল বডির দুজন প্রতিনিধি নির্বাচন| এছাড়া ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কোন প্রতিনিধি আইপিএল গভর্নিং কাউন্সিলে যাবেন, তা ঠিক হবে শনিবারের বৈঠকে|