টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ার কোনও সম্ভাবনাই নেই৷ নির্ধারিত দিনে পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া৷ সোমবার সাফ জানিয়ে দিয়েছেন বোর্ড কর্তা রাজীব শুক্লা৷ আইসিসির নিয়ম মেনে খেলতেই হবে ভারতকে৷
রবিবার থেকেই হঠাৎ সোশ্যাল সাইটে শুরু হয়েছিল ভারতের পাকিস্তান ম্যাচ বাতিল করার দাবী৷ কিন্তু হঠাৎ কেন এই দাবী৷ বর্তমান জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির জেরেই দেখা দিয়েছে এই নতুন সমস্যা৷ রবিবার থেকেই এই পাকিস্তান ম্যাচ বাতিল করার দাবীতে সোচ্চ্বার হয়েছেন নেটিজেনরা৷ ম্যাচ হওয়া নিয়ে শুরু হয় নয়া বিতর্ক
কয়েকদিন ধরেই কাশ্মীরে জঙ্গি হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ৷ নিহত হয়েছেন এক জওয়ান৷ এরপরই আর চুপ করে বসে থাকতে রাজি নন ভারতীয় নেটিজেনরা৷ তাদের অভিযোগ পাকিস্তান মদতপুষ্ট জঙ্গীরা বারবার ভারতীয়দের ওপর হামলা চালাচ্ছে৷ এবার এক জওয়ানের প্রাণ কেড়েছে তারা৷ এর ফলেই পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত রকম ম্যাচ বাতিল করতে হবে ভারতকে৷ বিশ্বকাপেও পাকিস্তানকে বয়কট করার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন তারা৷
সেই দাবী এতটাই ট্রেন্ডিং হয়েছিল যে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকেও ছাপিয়ে গিয়েছিল৷ যদিও ম্যাচ বাতিল হচ্ছে তো নাই, পাকিস্তানের বিরুদ্ধে খেলতেও নামছে ভারত৷
আইসিসির কোনও প্রতিযোগিতায় কোনও দেশকে বয়কট করার নিয়ম নেই৷ শুধু তাই নয় কারোর বিরুদ্ধে দল না নামালেও বড়সড় শাস্তি হতে পারে৷ বিশ্বকাপের মঞ্চে এমনটা ভারত কখনই করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন রাজীব শুক্লা৷
এই পরিস্থিতি অনুযায়ী জঙ্গীগোষ্ঠী গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবীর পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের না খেলার যে একটা জল্পনা শুরু হচ্ছিল, তাও উড়িয়ে দিয়েছেন তিনি৷ অর্থাৎ ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত৷