ইংল্যান্ড সিরিজে ব্যাকআপ ক্রিকেটার পাঠানোর তোরজোর শুরু বোর্ডের| হাতে সময় কম| এরমধ্যে কীভাবে সবকিছু সম্ভব তা নিয়েই চিন্তায় বোর্ড কর্তারা|
আগামী চৌঠা অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে নামবেন বিরাট কোহলিরা| সেই সিরিজ শুরু হওয়ার আগেই দলের তরুণ তিন তারকা ছিটকে গিয়েছেন| শুভমন গিল, আভেস খান এবং ওয়শিংটন সুন্দর|
সেই জায়গায় এখন কাদের পাঠানো হবে সেটাই বুঝে উঠতে পারছে না বোর্ড| ২৪ জনের স্কোয়াড পাঠানো হলেও, একের পর এক ক্রিকেটার চোট পাওয়ায় চিন্তা বেড়েই ওঠে|
শুভমনের গিনের পরিবর্ত হিসাবে প্রথমে কাউকে না পাঠানোর সিদ্ধান্তই নিয়েছিল বোর্ড| কিন্তু এখন আরও দুজন চোট পেয়ে ছিটকে গিয়েছেন| তাই ব্যাকআপ ক্রিকেটারের ব্যবস্থা করা ছাড়া কোনও উপায় নেই বোর্ডের|
আর এই অবস্থায় শ্রীলঙ্কায় পাঠানো দল থেকেই বেছে ক্রিকেটার পঠাতে হবে| কিন্তু চিন্তা বাড়াচ্ছে সেই কোয়ারেন্টাইন এবং বিধি-নিষেধ| কারণ শ্রীলঙ্কাও, ইংল্যান্ডের রেড লিস্টেই রয়েছে| এমন অবস্থায় সঠিক সময়ে সঠিন সিদ্ধান্ত নেওয়াটাই চ্যালেঞ্জ বোর্ডের|