মলদ্বীপঃ সোমবার বাংলাদেশের বিরুদ্ধে সাফ কাপের লক্ষ্যে প্রথম ম্যাচে নামছে ভারত| পরিসংখ্যান নিয়ে ভাবছে না| সাফের মঞ্চে প্রতিবেশী বাংলাদেশকে হারিয়ে জয় দিয় যাত্রা শুরু করাই এখন প্রধান লক্ষ্য ভারতের|
সাফ কাপের বাংলাদেশের বিরুদ্ধে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত| যার মধ্যে তিনবার জয় ও দুবার ড্র হয়েছে| যদিও সেসব এখন অতীত| বর্তমানে বাংলাদেশ ফুটবল দল যথে্ট শক্তিশালী| প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে দিয়েছে তারা|
তাই র্্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানী মেন ইন ব্লুজ ব্রিগেড| বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখে নিয়েছেন ঈগর স্টিমাচ| তাদের শক্তি, দুর্বলতা মেপেই তৈরি হচ্ছে ভারতের নীলনক্সা|
বাংলাদেশের বিরুদ্ধে সম্ভবত আক্রমণে সুনীল ছেত্রীর সঙ্গে থাকবেন মনবীর সিং| প্রতিপক্ষ শিবির উইং প্লে নির্ভর খেলে প্রতিপক্ষের বক্সে উঠে আসে| সেই আক্রমণ আটকাতে মাঝমাঠের ওপরই বাড়তি নজর দিচ্ছেন ভারতীয় দলের কোচ|
মলদ্বীপে গত কয়েকদিন ধরে সেভাবেই চলেছে মন ইন ব্লুজ শিবিরের চূড়ান্ত প্রস্তুতি| এখন সুধিই সোমবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম জয় তারা তুলে আনতে পার কিনা সেটাই দেখার|