মলদ্বীপ: সাফ চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে মঙ্গলবারই মলদ্বীপে পৌঁছল ভারতীয় ফুটবল দল| লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা| আত্মবিশ্বাসী স্টিমাচ থেকে সুনীল ছেত্রীরা|
আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ| সেখানেই ৪ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মেন ইন ব্লুজ ব্রিগেড| করোনা আবহে প্রথম ট্রফি জিততে এখন মরিয়া ভারতীয় শিবির|
ঈগর স্টিমাচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভারতের ভাড়ার শূন্য| বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে যেমন চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় দল| তেমনই এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ভারতের জায়গা এখনও পর্যন্ত পাকা হয়নি|
এছাড়া নেপালের মতো পয়েন্টে পিছিয়ে থাকা দলের সঙ্গেও দুটো ফ্রেন্ডলির মধ্যে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছিল ভারত| এরপর থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের কথা শোনা যাচ্ছিল ঈগর সহ বাকিদের মুখে|
#BlueTigers ? land in Maldives ?? for SAFF Championship ?
Read ? https://t.co/UWxJJmL4OO#SAFFChampionship2021 ? #BackTheBlue ? #IndianFootball ⚽ pic.twitter.com/J1yNyPk0lu
— Indian Football Team (@IndianFootball) September 28, 2021
সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়াই এখন পাখির চোখ ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক সহ সকলের| কয়েকদিন আগেই ২৩ সদস্যের দল বেছে নিয়েছিলেন তিনি| মঙ্গলবার মলদ্বীপের মাটিতে পা রাখার পর এখন চূড়ান্ত প্রথম একাদশ বেছে নেওয়াই হয়ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টিমাচের পাশে|
আপাতত কয়েকদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ফুটবলারদের| এরপর থেকেই শুরু চূড়ান্ত প্রস্তুতি| বাংলাদেশ ছাড়াও ভারতকে খেলতে হবে শ্রীলঙ্কা, নেপাল এবং মলদ্বীপের বিরুদ্ধে|
মলদ্বীপ পৌঁছেই স্টিমাচ জানিয়েছেন, চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে চাই আমরা| ভারতের বেশ কিছু ক্লাবের ফুটবলারদের প্রিসিজন শুরু হয়নি এখনও| তাই ফুটবলারদর কিছু কিছু সমস্যা রয়েছ| যদিও জয়ের লক্ষ্যে সেটা কাটিয়ে উঠব আমরা|
প্রস্তুতির জন্য বেশীদিন সময় পাবে না ভারতীয় দল| প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে স্টিমাচের মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই দেখার|