ইশান্ত-সামি জোড়া ফলায় ভারতের দুরন্ত কামব্যাক হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যে ড্রয়ের পথেই এগোচ্ছে তা বেশ স্পষ্ট| নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ ২৪৯ রানে| জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৬৪| লিড ৩২ রানের| বৃষ্টিতে দু দিন নষ্ট হয়েছে| পঞ্চম দিনও বৃষ্টির জন্য এক ঘন্টা দেরীতে শুরু হয় ম্যাচ| ভারতের ম্যাচে ফেরার জন্য বোলারদের থেকে দরকার ছিল একটা বিধ্বংসী পারফরম্যান্স| বুমরা ব্যর্থ হলেও, সামি-ইশান্ত জুটিতেই বেসামাল কিউই ব্যাটসম্যানরা| মহম্মদ সামির সুইংয়ের সামনে এদিন শুরু থেকেই বেকায়দায় পড়ে গিয়েছিল নিউ জিল্যান্ড ব্যাটসম্যানরা| রস টেলরকে তুলে নিয়ে প্রথম ধাক্কাটা দেন সামি| তিনি ফেরেন ১১ রানে| এরপরই নিকোলাসকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন ইশান্ত| এরপরই ওয়াটলিং, গ্র্যান্ডহোমের উইকেট তুলে নিউ জিল্যান্ডের বড় লিডের সমস্ত আশা শেষ করে দেন মহম্মদ সামি| কেন উইলিয়ামসন শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেলেও, আড়াইশো রানের গন্ডী পার করতে পারেননি| ৪৯ রানে ইশান্তের শিকার কিউই অধিনায়ক| সামি একাই নেন এদিন চার উইকেট| ইশান্ত পান ৩টি| ২৪৯ রানেই থেমে যায় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস| সাউদাম্পটনের বোলিং সহায়ক পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উিকেট খুইয়ে ভারতের রান ৬৪| রোহিত ফেরেন ৩০ রানে এবং শুভমন গিল আউট হন ৮ রানে| দিনের শেষে ৮ রানে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং পুজারা দাঁড়িয়ে ১২ রানে|