কলকাতা: মেলবোর্ন টেস্ট (Melbourne Test) ১৮৪ রানে হেরে গেল ভারত। চতুর্থ ইনিংসে ৩৪০ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত অল আউট হয়ে গেল ১৫৫ রানে। এই হারের ফলে সিরিজ জেতার সুযোগ আর রইল না রোহিত শর্মাদের (Rohit Sharma)। তবে সিডনিতে জিতে সিরিজ ড্র করার সুযোগ আছে। কিন্তু এমসিজিতে (MCG) হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC Final 2025) ওঠার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল ভারতের।
মেলবোর্নে পঞ্চম দিনটা ছিল মহা নাটকীয়। শুরুতেই ভারতের তিন উইকেট চলে যাওয়া, দ্বিতীয় সেশনে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের দুর্দান্ত লড়াই, শেষ সেশনে পরপর উইকেট, জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক, কত কিছুই না ঘটল। ভারত শেষমেশ হারলেও এই টেস্ট ম্যাচ বহু যুগ ধরে স্মৃতিতে থেকে যাবে। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপন হয়ে থাকবে এমসিজি এই ম্যাচ।
আরও পড়ুন: লিভারপুলের পাঁচ গোল, জয়ে ফিরল ম্যান সিটি
হতাশার কারণ হয়ে থাকবেন দলের দুই সিনিয়র। আরও একবার ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত। এই সিরিজের পরেই তিনি অবসর ঘোষণা করলে অবাক হওয়ার কিছু নেই। কোহলির (Virat Kohli) অবস্থাও প্রায় এক। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিলেন। লাল বলের ক্রিকেট খেলার মাইন্ডসেটই হারিয়েছেন তিনি।
ঋষভ পন্থ আজ আবারও সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন। জয়সওয়াল এবং পন্থ যখন ব্যাট করছিলেন, মনে হচ্ছিল ভারত এই ম্যাচ ড্র করে দেবে। অস্ট্রেলিয়ার বোলারদের কিছুটা দিশেহারা দেখাচ্ছিল। এই সময় অনিয়মিত বোলার ট্রাভিস হেড এসে জুটি ভাঙলেন। তাঁর বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন পন্থ। ওখানেই ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া।
দেখুন অন্য খবর:
The post ১৮৪ রানে হার, ভারতের সিরিজ জয়ের আশা শেষ first appeared on KolkataTV.
The post ১৮৪ রানে হার, ভারতের সিরিজ জয়ের আশা শেষ appeared first on KolkataTV.