কলকাতা: দক্ষিণ আফ্রিকা টেস্ট বিশ্বকাপ ফাইনালের বার্থ পাকা করে ফেলেছে। কাজেই মেলবোর্নে ভারতের হারলে চলবে না। ড্র করতে পারলেও সিডনিতে জিতে ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু লাঞ্চের মধ্যেই তিন উইকেট চলে গেল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুই সিনিয়র ব্যাটার আউট। প্যাভিলিয়নে কে এল রাহুলও। একদিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল।
ভারত এই ম্যাচ ড্র করতেই নেমেছে, জয়ের আশা তারা ছেড়েই দিয়েছে। না হলে জয়সওয়ালের মতো আক্রমণাত্মক ব্যাটার ৮৪ বলে ১৪ করেন! ক্রিজে এখন তাঁর সঙ্গী ঋষভ পন্থ, তিনি কতটা ড্রয়ের মনোভাব নিয়ে ব্যাট করেন সেটাই দেখার।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস জয়ে WTC ফাইনালে দক্ষিণ আফ্রিকা
পঞ্চম দিনের শুরুতে আরও ছয় রান করে অস্ট্রেলিয়া, লিড দাঁড়ায় ৩৩৯। শেষ উইকেটটি নেন জসপ্রীত বুমরা। তাঁকে ছাড়া এই দলটার যে কী হত!
আরও একবার ব্যর্থ হলেন অধিনায়ক রোহিত। এই সিরিজের পরেই তিনি অবসর ঘোষণা করলে অবাক হওয়ার কিছু নেই। কোহলির অবস্থাও প্রায় এক। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিলেন। লাল বলের ক্রিকেট খেলার মাইন্ডসেটই হারিয়েছেন তিনি। এ ম্যাচ এখন ড্র করতে পারলেও জয়ের সমান হবে।
দেখুন অন্য খবর:
The post ফের ব্যর্থ রোহিত-বিরাট, হারের আশঙ্কায় ভারত first appeared on KolkataTV.
The post ফের ব্যর্থ রোহিত-বিরাট, হারের আশঙ্কায় ভারত appeared first on KolkataTV.