লিডসে তৃতীয় টেস্টের শুরুতেই ধাক্কা ভারতের| অলস্টার ব্যাটিংলাইনআপ ভেঙে পড়ল তাসের ঘরের মতো| মাত্র ৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস| ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোনিম্ন স্কোর বিরাট কোহলিদের|
লর্ডস টেস্টের জয়ী দল নিয়েই এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলি| টস জিতে ব্যাটিং নেন তিনি| কিন্তু লিডসের পিচে দাঁড়াতেই পারলেন বিরাট থেকে রোহিত, পুজারা কেউই|
ভারতের স্কোরবোর্ডে সর্বোচ্চ রান রোহিত শর্মার ১৯| তারপরই রয়েছে রাহানের ১৮ রান| বাকি কোনও ক্রিকেটারই ১০ রানের গন্ডী টপকাতে পারেননি| বিরাট ফেরেন ৭ রানে| লোকেশ করেন শূন্য এবং পুজারার রান ১|
মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট খুইয়ে ভারতের রান ছিল ৫৬| এরপর মাঠে নেমে আর মাত্র কিছুক্ষণের অতিথি ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা| মাত্র ২২ রানের মধ্যে ৬ উইকেট হারায় ভারত|
টেস্ট ক্রিকেটে অবশ্য এটাই ভারতের সর্বনিম্ন নয়| অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ৩৬ রানে অল আউট হয়েছিল ভারত| ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৪ সালে লর্ডসে ৪২ রানে অল আউট হয়েছিল ভারতীয় দল|
লিডসে ভারতীয় বোলাররা কি করে সেটাই দেখার|