টোকিও: প্যারালিম্পিক্সে ১২ দিনের লড়াই শেষ| টোকিওর মঞ্চে ইতিহাস গড়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা| প্যারালিম্পিক্সর মঞ্চে সর্বোচ্চ পদক জিতে ফিরছেন অভনী লেখারা, প্রমোদ ভগতরা| সমস্ত রেকর্ড ভেঙে ভারতের ঝুলিতে ১৯টি পদক| ২৪ নম্বর স্থানে ভারত| প্যারালিম্পিক্সের শুরু থেকে যা এতদিন স্বপ্ন ছিল, এবার সেটাই সত্যি হল তরুণ ভারতীয় প্যরা অ্যাথলিটদের হাত ধরে|
১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্যারালিম্পিক্সে ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২| ভারতীয় ক্রীড়া ইতিহাসে যা এখন অতীত| টোকিওর মঞ্চ সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে| অবনী, কৃষ্ণা নগর, প্রমোদ, মনোজ এহবং শরদদের হাত ধর এবার ১৯টি পদক এসেছে ভরতের|
শুধু তাই নয় সোনার পদক ৫টি| রুপো এসেছে ৮টি এবং ব্রোঞ্জের পদক জিতছে ৬টি| সব মিলিয়ে প্যারালিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা| প্যারালিম্পিক্সের মঞ্চে এবারই অভিষেক হয়েছে ব্যাডমিন্টন| সেখানেও জোড়া সোনা এসেছে ভারতের হাত ধরে| এসেছে রুপো এবং ব্রোঞ্জও| এমন পরফরম্যান্সে অভিভূত ভারতের প্রধানমন্ত্রী থেকে অ্যাথলিটরা| শুভেচ্ছা বার্তার ঢল নমেছে ভারতের কৃতী সন্তানদের ঘিরে|
সৌ: ট্যুইটার
এবারের প্যরালিম্পিক্সে ১৬২টি দেশ অংশগ্রহন করেছিল| এবারই সবচেয়ে বেশী প্যরা অ্যাথলিটও গিয়েছিল অলিম্পিকের মঞ্চে| ৯টি বিভাগে অংশগ্রহন করছিল তারা| প্রত্যেকটাতেই সাফল্যের সঙ্গে দেশকে গর্বিত করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা|
২৪ নম্বরেই শেষ করল ভারত| খন শুধুই সকলের দেশে ফেরার অপেক্ষা|