ওয়েব ডেস্ক: এটাকেই হয়তো বলে মধুর প্রতিশোধ। পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) প্রতিটা গুলির জবাব দিলেন বুমরা, সূর্যকুমার, অভিষেক, কুলদীপ, অক্ষররা। বাইশ গজের এই লড়াইয়ে বন্দুক বা গোলাবারুদ নয়, পাকিস্তানকে (Pakistan) ব্যাটে-বলে কুপোকাত করল ভারত (India)। এশিয়া কাপের (Asia Cup 2025) মেগা ম্যাচে (India Vs Pakistan) চিরপ্রতিদ্বন্দ্বী দলকে সাত উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ভারত আরও একবার দেখিয়ে দিল, কেন তারা চ্যাম্পিয়ন।
মরুদেশে আয়োজিত এশিয়া কাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহিকে হেলায় হারায় ভারত। তাই রবিবারের মহারণের আগে মেন ইন ব্লু’র আত্মবিশ্বাস ছিল চরমে। এই ম্যাচে টসে জিতে পাক অধিনায়ক সলমন আঘা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তবে শুরু থেকেই ভারতের আগুন বোলিংয়ের সামনে পাক ব্যাটাররা সেভাবে প্রতিরোধ তৈরি করতে পারেননি। শেষমেশ ১২৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
আরও পড়ুন: ‘অপারেশন বাইশ গজ’ জিততে ভারতের টার্গেট ১২৮
১২৮ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তিনি ফের একবার টি-২০ ফরম্যাটে নিজেকে রোহিতের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করলেন। মাত্র ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও শুরুতেই ভারতের জয়গাথার ভূমিকা রচনা করে দেন ছোটে শর্মা। আরেক ওপেনার শুভমন গিল ১০ রানে আউট হলেও দায়িত্ব নিয়ে ম্যাচ জেতান সূর্যকুমার যাদব। ৩৭ বলে ৪৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিলক বর্মা করেন ৩১, শিবম দুবের ব্যাট থেকে আসে ১০ রানের অপরাজিত ইনিংস। ২৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
এদিকে বোলিংয়েও এদিন কুলদীপ যাদব প্রমাণ করেন যে কেন তিনি ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে এতটা ভয়ঙ্কর। এই ম্যাচেও তাঁর ঝুলিতে আসে তিনটি উইকেট। একজোড়া করে উইকেট নেন জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।
দেখুন আরও খবর: