জয় দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু ভারতীয় হকি দলের| গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিলেন মনপ্রীত সিংরা|
জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের| যদিও একের পর এক আত্রমণ বাঁচিয়ে ভারতীয় দলের নায়ক এদিন ডিফেন্ডার অমিত রোহিদাস|
ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় নিউজিল্যান্ড| যদিও সেই ব্যবধান বেশিক্,ণ ধরে রাখতে পারেনি তারা| প্রথম কোয়ার্টারেই ভারতকে সমতায় ফেরান রুপিন্দর পাল সিং|
দ্বিতীয় কোয়ার্টার শুরুর কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি কর্ণার থেকে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত| দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত| যদিও কাউন্টার অ্যাটাকে ভারতকে বেশ কয়েকবার বিপদের সামনে ফেলে দিয়েছিল কিউইরা| কিন্তু অমিত রোহিদাসের দুরন্ত ব্লকিংয়ের সামনে আটকে যায় তাঁরা|
তৃতীয় কোয়ার্টারে ফের পেনাল্টি কর্ণার| আবারও গোল হরমনপ্রীতের| জয় প্রায় নিশ্চিত ভারতের| যদিও সেই কোয়ার্টারেই ব্যবধান কমায় নিউজিল্যান্ডও|
চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই খানিকটা ডিফেন্সিভ ভারত| আক্রমণে চাপ বাড়াতে থাকে নিউজিল্যান্ড| পরপর চারটে পেনাল্টি কর্ণারও পায় তারা| কিন্তু ভারতীয় সৃজেশের দক্ষতায় বেঁচে যায় ভারত| সেইসঙ্গেই অলিম্পিকের প্রথম জয় পেয়ে যায় ভারতীয় ব্রিগেড|
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন মনপ্রীত সিংরা|