নেপালের মাটিতে সুনীল ছেত্রীর গোলেই জয়ের হাসি ফুটল ঈগর স্টিমাচের মুখে| ফিফা ফ্রেন্ডলির দ্বিতীয় ম্যাচে নেপালের মাটিতে নেপালকে ২-১ গোলে হারাল ভারত| তাতেই হয়ত খানিকটা ক্ষোভ কমল ভারতীয় শিবিরের|
প্রস্তুতি করার সুযোগ মেলেনি| সেইসঙ্গ খারাপ আবহাওয়া| সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে জয়র ব্যপারে আশাবাদী ছিল ভারতীয় দল| রবিবার সেটাই করে দেখালেন অনিরুদ্ধ থাপা, রহিম আলি-রা|
গতম্যাচে পরিবর্ত ফুটবলার হিসাবে নেমে ভারতকে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন অনিরুদ্ধ| তাই এদিন শুরু থেকেই তাঁকে মাঠে নামিয়েছিলন স্টিমাচ| সেই সিদ্ধান্ত যে এতটুকু ভুল ছিল না তা নিজের পারফরম্যান্স দেখিয়েই বুঝিয়ে দিয়েছেন ২৩ বর্ষীয় তারকা|
শুরু থেকেই সুনীল ছেত্রীর সঙ্গে জুটি বেঁধে আক্রমণ চালান নেপালের বক্সে| গোলের সুযোগও পেয়ে চলে এসেছিল কিন্তু অল্পের জন্য ব্যর্থ হন| ৪১ মিনিটর মাথায় মনবীরের সামনেও এসেছিল গোলের সহজ সুযোগ| কিন্তু তিনিও ব্যর্থ হন| মাঝে অবশ্য একবার দুবার পাল্টা আক্রমণ চালিয়েছিল নেপালও, যদিও তা কাজে আসেনি|
বিরতির পর ভারতের আক্রমণ আরও জোড়ালো| পরিবর্ত হিসাবে ৪৬ মিনিটে মাঠে আসেন ফারুক চৌধুরী| এই একটা পরিবর্তনই যেন ম্যাচ ঘুরিয়ে দেয়| বদলে যায় ভারতের ছক| ৬১ মিনিটে ছেত্রীর হেড ফারুককে, আর তা জালে জড়াতে এতটুকু ভুল করেননি তিনি|
প্রথম গোলের ১৯ মিনিটের মধ্যে ফের গোল| এবার স্কোরশিটে গোলদাতার নাম সুনীল ছেত্রী| নেপথ্য কারিগড় সেই অনিরুদ্ধ থাপাই| তাঁরই বাড়ানো লম্বা পাস নেপালের জালে জড়িয়ে দিয়ে ভারতের জয় নিশ্চিত করে দেন সুনীল ছেত্রী|
এক মিনিটের মধ্যে নেপাল অবশ্য এক গোল দিলেও, তাতে ব্যবধান কমে, ভারতকে হারনোর জন্য তা যথেষ্ট ছিল না| নেপালের ঘরের মাঠে তাদের হারিয়ে এবার দেশে ফিরবেন সুনীল ছেত্রীরা| সামনে লক্ষ্য সাপ কাপ|