স্পোর্টস ডেস্ক: এজবাস্টনে এ যাবত আটটা টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে সাতটাতে হার এবং একটা ড্র। শুভমান গিলের (Shubman Gill) ভারত সেই এজবাস্টনের ভূত ছাড়াল। এই ঐতিহাসিক জয় এসেছে ইংল্যান্ডকে (England) রীতিমতো শাসন করে, ব্যাটে এবং বলে।
ভারতের হারের কোনও সম্ভাবনাই ছিল না। খারাপ আবহাওয়ার কারণে ড্র হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। দিনের শুরুতে বৃষ্টি হওয়ায় সেই আশঙ্কা আরও দানা বাঁধে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই বৃষ্টি বন্ধ হয়ে যায়, ভারতীয় সময় বিকেল ৫:১০-এ খেলা শুরু হয়।
এই টেস্ট ম্যাচ অবশ্যই শুভমান গিলের টেস্ট হিসেবে মনে রাখা হবে। প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয়তে ১৬১, স্বপ্নের মতো শোনাচ্ছে, অবশ্য এটাই তো সত্যি। তবে আকাশ দীপের (Akash Deep) অবদান ভুললে চলবে না। প্রথম ইনিংসে চার উইকেট, দ্বিতীয় ইনিংসে ছয়। দ্বিতীয় ইনিংসে জো রুটকে যে বলটায় বোল্ড করলেন তা ফ্রেমে বাঁধিয়ে রাখা যায়। পঞ্চম দিন সকালে প্রথম দুই উইকেটও আকাশ দীপেরই।
আরও পড়ুন: শুভমানের রেকর্ড ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কোহলি?
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে লড়লেন একা জেমি স্মিথ। প্রথম ইনিংসে অপরাজিত ১৮৪ করার পর ৮৮ করলেন। আর কেউ দাঁড়াতে পারেননি। তবে এই হারের জন্য টসে জিতে ইংল্যান্ডের বোলিং নেওয়ার সিদ্ধান্ত অনেকটা দায়ী। এজবাস্টনে অনেকটা উপমহাদেশীয় ধাঁচের পিচ থাকলেও কেন ওই সিদ্ধান্ত তা রহস্যময় ব্যাপার। অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামকে এর জবাবদিহি করতে হবে, ইংলিশ মিডিয়া সহজে ছেড়ে দেবে না।
একটা বিষয় পরিষ্কার, বাজবল ব্র্যান্ডের সম্মান বাঁচাতে পাটা উইকেট বানাচ্ছে ইংল্যান্ড। জো রুট ছাড়া সবুজ পিচে খেলার টেকনিক কারও নেই। স্টোকস তাঁর ব্যাটিং ফর্ম হারিয়েছেন। ভারতের পোয়াবারো। সিরিজে সমতা ফিরিয়ে এবার লর্ডসে বাড়তি উদ্যমে নামবেন শুভমানরা। তার উপর প্রথমে একাদশে ফিরবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বসতে হবে প্রসিদ্ধ কৃষ্ণকে।
অন্য খবর দেখুন