ওয়েব ডেস্ক : সত্যি হল জল্পনা। স্থগিত হল ভারত-বাংলাদেশ (India-Bangladesh Series) সিরিজ। আগামী আগস্টে এই সিরিজ হওয়ার কথা ছিল। তবে শনিবার এই সিরিজ স্থগিত করা হয়েছে বলে ঘোষণা করল বিসিসিআই (BCCI)। সিরিজের নতুন তারিখ ও সময়সূচী আগামী দিনে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।
এ নিয়ে বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানো জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিরিজটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সিরিজটি হতে পারে বলে জানানো হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশের (India-Bangladesh Series) মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই স্থগিত হয়েছে এই সিরিজ। তবে ২০২৬ সালে এই সিরিজ হওয়ার কথা বলা হলেও, তা আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে।
আরও খবর : সিরাজের বোলিংয়ে ‘বড় পরিবর্তন’ দেখেই মুগ্ধ! কী বললেন শচীন?
আগামী ১৩ আগস্ট বাংলাদেশ (Bangladesh) যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। ১৭ আগস্ট থেকে শুরু হত ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম একদিনের ম্যাচ। এর পর ২৬ আগস্ট থেকে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ। তবে সেই সব আপাতত স্থগিত হল। এর ফলে আপাতত রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাঠে পারফর্ম করতে দেখতে পারবেন না ক্রিকেট ভক্তরা। তার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও বেশ কিছু সময়।
শেখ হাসিনা সরকারের পর বাংলাদেশে থেকে বার বার উঠে এসেছে ভারতবিরোধী সুর। অন্যদিকে চিন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বাংলাদেশ। যা ভালো চোখে দেখছে না ভারত। এমনকি জম্মু ও কাশ্মীরে পহেলগাম হামলার পর পাকিস্তানের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল বাংলেদেশিদের। তার মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলার ঘটনা সামনে এসেছিল। যার তীব্র নিন্দা জানিয়েছিল ভারত। এহেন পরিস্থিতিতে সে দেশে ভারতীয় দলকে পাঠালে নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিত বলে মনে করেছে ভারতীয় বোর্ড (BCCI)। সেই সব কারণেই স্থগিত হয়ে গেল দুই দেশের হতে চলা সিরিজ।
দেখুন অন্য খবর: