ওয়েব ডেস্ক : ভারত(India) ও বাংলাদেশের (bangladesh) মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট(cricket) সিরিজ নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ভারতের। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতে সেখানে ভারতীয় দলকে পাঠাতে চাইছে না বিসিসিআই(BCCI)। ফলে গোটা সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১৭ আগস্ট থেকে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে বিসিসিআই(BCCI) সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা অব্যহত। তার মধ্যে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে প্রায় নিত্যদিন। এই পরিস্থিতে সেখানে ভারতীয় দলকে পাঠাতে ভরসা পাচ্ছে না বোর্ড। তবে এখনও এ নিয়ে সরকারি কোনও ঘোষণা হয়নি। তবে গোটা ভারত-বাংলাদেশ সিরিজ বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবর: কার্লসেনকে মাত করে অসম্মানের জবাব দিলেন গুকেশ
প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে সে দেশে রাজনৈতিক অস্থিরতা জারি রয়েছে। সেখানে অন্তবর্তী মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে সহিংসতা ছড়িয়েছে। এমনকি সংখ্যালঘুদের উপর হামলার পাশাপাশি ধর্মীয় স্থান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভারত সরকারের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কড়া ভাষায় তার তীব্র নিন্দাও জানানো হয়েছিল।
এর পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্স নিয়েও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান ইউনূসের বিতর্কিত মন্তব্য নিয়েও কড়া নিন্দা জানিয়েছিল ভারত(India)। এসবের জেরে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। সেইসব টানাপোড়েন এবার গড়িয়ে গেল খেলার মাঠেও। তবে ভারত-বাংলাদেশ সিরিজ হবে কি না তা সরকারি ভাবে বোর্ডের তরফে ঘোষণার পরেই জানা যাবে। আর সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটমহল।
দেখুন অন্য খবর :