ওয়েবডেস্ক: আরও একবার দায়িত্ব ঠিকমতো পালন করলেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়াকে ১৮১ রানে শেষ করলেন পেসাররা। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি করে উইকেট নিলেন। দুটি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা এবং নীতীশ কুমার রেড্ডি। চার রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংস শুরু করল ভারত। দায়িত্ব এবার ব্যাটারদের। পার্থের মতো যদি বিরাট কোহলিরা ব্যাট করতে পারেন তবে সম্মান নিয়ে ফিরবেন, আর নয়তো…
ভারতের জন্য আশঙ্কার খবর, সিডনি টেস্টে দলের সেরা অস্ত্র বুমরাকে আর পাওয়া না যেতে পারে। এদিন দ্বিতীয় সেশন চলাকালীন কোহলির সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। খবর আসে, নিকটবর্তী হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছেন। পুরনো পিঠের চোট ফিরে এল কি না তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বুমরাকে এ ম্যাচে আর না পাওয়া গেলে ভারতের জন্য বিশাল ধাক্কা হবে।
আরও পড়ুন: সিডনির পিচে নিশ্চিন্তে ঘাস খাবে গরু, কটাক্ষ সানির
জাস্টিন ল্যাঙ্গার, সুনীল গাভাসকররা গতকালই বলছিলেন, এসসিজিতে এত সবুজ পিচ তাঁরা কখনও দেখেননি। ভারতীয় ব্যাটাররা যেমন সমস্যায় পড়েছিলেন, শনিবার অজিরাও ভুগলেন। স্টিভ স্মিথ, বিউ ওয়েবস্টাররা সেট হয়েও আউট হলেন। ওয়েবস্টার অভিষেকে হাফ-সেঞ্চুরি করলেন।
দেখুন অন্য খবর:
The post ম্যাচে ফিরল ভারত, তবে বুমরাকে নিয়ে আশঙ্কা! first appeared on KolkataTV.
The post ম্যাচে ফিরল ভারত, তবে বুমরাকে নিয়ে আশঙ্কা! appeared first on KolkataTV.