কাঠমান্ডু: পরিস্থিতি প্রতিকূল৷ প্রস্তুতি সারার সুযোগ পাননি সুনীল ছেত্রীরা৷ নেপালের বিরুদ্ধে নামার আগে ক্ষুব্ধ ভারতীয় দলের কোচ ঈগর স্টিমাচ৷ রবিবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে নামার আগে ভগত সিংয়ের বই পরছেন গুরপ্রীত সিং৷ গান শুনে চাপ কাটাচ্ছেন মেন ইন ব্লুস ফুটবলাররা৷
প্রথম ম্যাচে পিছিয়ে থেকে ড্র করেছিল ভারত৷ পরিবর্ত অনিরুদ্ধ থাপার গোলেই সমতায় ফেরেছিল সেদিন৷ দল যে এখনও পুরোপুরি প্রস্তুত নয় তা নেপাল যাওয়ার আগেই বলেছিলেন ভারতীয় দলের কোচ৷ তাই ম্যাচে দ্বিতীয় ম্যাচে নামার আগে যে পজিশন থেকে বেশ কিছু ফুটবলারও পরিবর্তন হবে, তার ইঙ্গিতও স্পষ্ট৷
ঠিকভাবে প্রস্তুতি নিতে না পারা এবং খারাপ আবহাওয়ায় মাঠের অবস্থা খুব একটা ভাল না হওয়াতে রয়েছে চোট আঘাতের চিন্তা৷ ঘরের মাঠে নেপাল ফুটবলাররা যে এই সুযোগ তুলতে এতটুকুও ভুল করবেন না তা ছেত্রী থেকে স্টিমাচ দুজনেই বুঝতে পারছেন৷ তাই স্ট্র্যাটেজি বদলেই নেপালের বিরুদ্ধে নামছে৷
মাঠে না পারলেও, টিম হোটেলেই নিজেদের মতো ফিটনেস ট্রেনিং সেরেছেন শুভাশিস, প্রীতম কোটালরা৷ গতম্যাচে রক্ষণের ভুলে মাঝেমধ্যেই বিপদের সামনে পড়তে হয়েছিল ভারতকে৷ সেদিকে বাড়তি নজর স্টিমাচের৷ প্রস্তুতি সারতে না পারলেও, ফুটবলাররা অবশ্য এখন সেসব নিয়ে ভাবছেন না৷ নেপালকে হারানোর ব্যাপারে আশাবাদী গুরপ্রীত, থাপারা৷
গতম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই নেপালের বিরুদ্ধে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় মেন ইন ব্লুজ ব্রিগেড৷ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে নেপালকে হারিয়ে সাফ কাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোই এখন প্রধান লক্ষ্য ভারতীয় ফুটবলারদের৷