টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারত বনাম পাকিস্তান| শুক্রবারই ঘোষণা হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস| ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তাপের পারদ|
করোনার জেরে বহু চেষ্টার পরও শেষ পর্যন্ত ভারতের মাটি থেকে সরাতে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ| বোর্ডের তত্ত্বাবধানেই ওমান ও সংযুক্ত আরব আমিশাহীতে হবে এবারের বিশ্বকাপ|
সেখানে বিশ্বকাপের শুরুতেই ভারত বনাম পাকিস্তান| বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে কখনও হারেনি ভারত| ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত|
২০১৯ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল| সেখানেও বিরাট কোহলিরাই জয়ের হাসি হেসেছিলেন| ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার ভারত বনাম পাকিস্তান|
শুক্রবার গ্রুপ বিন্যাস করে আইসিসি| সেখানেই সুপার টুয়েলভের গ্রুপ টু-তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান|
গ্রুপ ওয়ানে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ| দুটো গ্রুপে রয়েছে চারটি করে দল| আরও দুটো করে দল যাবে গ্রুপে| তবে তাদের যোগ্যতা নির্ধারণ করতে হবে|
সৌঃ আইসিসি
সেজন্যই হবে রাউন্ড ওয়ান| সেখানে ৮টি দলের মধ্যে চারটি দল যাবে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান ও গ্রুপ টু-তে|
টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে খুশি বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়| ওয়ামে সাফল্যের সঙ্গে বিশ্বকাপ হওয়া নিয়ে আশাবাদী তিনি|
গ্রুপ হয়ে গিয়েছে| এখন শুধুই ভারত ও পাকিস্তান কবে মুখোমুখি হয় সেদিকেই তাকিয়ে সকলে| আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ|