স্পোর্টস ডেস্ক: হেডিংলিতে যা হয়েছিল, এজবাস্টনেও (Edgbaston Test) প্রায় তাই হল। দ্বিতীয় টেস্টের প্রথম সেশন ভারতের দখলে থাকার কথা ছিল, কিন্তু লাঞ্চের সামান্য আগে করুণ নায়ার (Karun Nayar) আউট হয়ে যাওয়াতে ভাগ বসাল ইংল্যান্ড। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে লাঞ্চে গিয়েছেন শুভমান গিলরা (Shubman Gill)। ক্রিজে তিনি এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
এদিন ২৬ বল খেলে মাত্র দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। একটু বেশিই রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন তিনি। ব্যাকফুট ডিফেন্স করলেন, বল ব্যাটে লেগে উইকেটে গিয়ে লাগল। জয়সওয়াল অবশ্য নিজের ছন্দে ব্যাটিং করলেন। ওয়ান ডে মেজাজে খেলে ৬৯ বলে ৬২ রানে অপরাজিত আছেন তিনি। তবে ভাগ্য সামান্য সঙ্গ দিয়েছে তাঁকে। বেন স্টোকসের (Ben Stokes) বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। ভাগ্য ভালো, বল ফিল্ডার পর্যন্ত পৌঁছয়নি।
আরও পড়ুন: নেই বুমরা, বাদ সুদর্শন! এজবাস্টনে ভারতের তিন বদল
করুণ নায়ার এদিন ভালো শুরু করেছিলেন। বেশ কিছু সুন্দর ড্রাইভ মারলেন। ৫০ বলে ৩১ করে আউট হয়ে গেলেন ব্রাইডন কার্সের বাউন্সার সামলাতে না পেরে। নায়ার আউট না হলে প্রথম সেশন ভারতেরই হত।
Lunch on the opening day in Edgbaston 🍱#TeamIndia 98/2 after 25 overs
Yashasvi Jaiswal and Captain Shubman Gill at the crease
Scorecard ▶️ https://t.co/Oxhg97g4BF#ENGvIND pic.twitter.com/f07en4QQVj
— BCCI (@BCCI) July 2, 2025
এজবাস্টন টেস্টে প্রথম একাদশে তিনটে বদল করেছে ভারত। খেলছেন না জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম টেস্টের পর সাতদিন বিশ্রাম পাওয়া সত্ত্বেও খেলানো হল না তাঁকে। টসের সময় ভারত অধিনায়ক শুভমান গিল জানালেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় টেস্টে ফিরবেন তিনি।
বুমরার জায়গায় খেলছেন আকাশ দীপ (Akash Deep)। বাংলার হয়ে রঞ্জি খেলা ডানহাতি পেসারের কাঁধে অনেকটা দায়িত্ব। পেস বিভাগে তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মাত্র একটা সুযোগ দিয়ে বসিয়ে দেওয়া হল সাই সুদর্শনকে (Sai Sudarshan)। খাঁটি ব্যাটারের জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) খেলানো হল।
দেখুন অন্য খবর: