বিরাট কোহলি-রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। বিমানে চড়ে বসার আগেই, খবর এল। সেখানে সফররত ইন্ডিয়া এ দলের দুই সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ! তার পরও তৃতীয় টেস্টটি শেষ করা হলো, নির্দিষ্ট দিনক্ষণে। ম্যাচ ড্র হল। তিন ম্যাচের সিরিজও ড্র হল (০-০)। আবারও সেই দুই ভারতীয়র টেস্ট করানো হয়। দ্বিতীয় বার রিপোর্ট নেগেটিভ আসে। প্রথমে আতঙ্ক, পরে স্বস্তি।
আরও পড়ুন:Cricket : ঈশান কিষাণ ( ব্যাটিং ৮৬), হানুমা বিহারী ( ব্যাটিং ৬৩) টানছেন ইন্ডিয়া এ’কে
মাঠের চেয়েও মাঠের বাইরে ঘটনা টলিয়ে দিয়েছিল দুই শিবিরকে। যে আতঙ্কের মাঝে এই সিরিজ চলছিল, তাই কি শেষ পর্বে ভেস্তে গেল! বিসিসিআই সূত্র থেকে জন্য গেল আতঙ্ক কোন মাত্রায় ছড়িয়ে পড়েছিল। প্রায় ঠিক হয়েই গিয়েছিল, চলতে থাকা শেষ টেস্ট থামিয়ে দিয়ে তা বাতিল ঘোষণা করা হবে। রিপিট টেস্টও পজিটিভ হলে তাই হত। কিন্তু, তা হয়নি। পরের টেস্ট রিপোর্ট জানায়, দুই সদস্যই নেগেটিভ। তখন ঠিক হয়, বাকি অংশের খেলা চলবে।
ম্যাচের খবর:
প্রথম ইনিংসের দৌড়ে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা এ দলের প্রথম ইনিংসের রান ( ২৬৮) টপকে যায় ভারত ( ২৭৬)। এরপর চারদিনের বেসরকারি টেস্টে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস শুরু করে। ৩ উইকেটে ৩১১ রান তুলে ডিক্লেয়ার করে বিপক্ষ। দক্ষিণ আফ্রিকার জুবার হামজা (১২৫ রান) সেঞ্চুরি করে নেন। আর ভারতীয় দলের স্পিনার কৃষ্ণাপ্পা গৌথম (২/৮১) দুটি উইকেট নেন।
Rain plays spoilsport as South Africa A vs India A match ended in a draw!#SAAvINDA #India #SouthAfrica pic.twitter.com/L6JFWPZkC4
— InsideSport (@InsideSportIND) December 9, 2021
এরপর ভারতীয় এ দল দ্বিতীয় দফার ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে তোলে ৩ উইকেটে ৯০ রান। ওপেনার পৃথ্বী শা ৩৪ বলে ৩৮ রান করে আউট হয়ে যান। শেষদিন চা পান বিরতির পর বৃষ্টিতে আর খেলাই হয়নি।
Enjoyed The Time In The Middle. #indiaA pic.twitter.com/wNnO64fzAf
— Hanuma vihari (@Hanumavihari) December 4, 2021
সফর শেষ:
ভারতীয় এ দলের সফর শেষ হল। পুরো দল ফিরে গেলেও কোহলি – রোহিত দের জন্য ওখানে রয়ে যাচ্ছেন, আর্জান নাগাসওয়াল্লা, নভদীপ সাইনি, দীপক চাহার এবং স্পিনার সৌরভ কুমার। এঁরা সকলে সিনিয়র দলের দক্ষিণ আফ্রিকা সফরে নির্বাচিত স্ট্যান্ড বাই ক্রিকেটার। আর এই দলের অধিনায়ক হানুমা বিহারী সিনিয়র দলে জায়গা পেয়েছেন, তিনিও থেকে যাচ্ছেন। তাঁকে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দলে রাখা হয়নি। এ দলের নেতা হয়ে এই টানা সময় দক্ষিণ আফ্রিকায় থাকাটা তাঁর আর সিনিয়র দলের পক্ষে কাজে লাগতেই পারে।
ছবি:সৌ-টুইটার।