Placeholder canvas
কলকাতা সোমবার, ০১ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IND vs SLTest:’শিবাজী’ জাদেজার ব্যাট-বলের দাপটে তিনদিনেই ম্যাচে হার শ্রীলঙ্কার!
মোহালি থেকে দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২, ১১:১৮:৩৭ পিএম
  • / ৩০৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

তাঁর ‘শিবাজী’ টেস্ট ম্যাচে ব্যাট – বলে দারুণ খেলছে দেখে খুব খুশি বাংলার প্রাক্তন ক্রিকেটার – কোচ দেবু মিত্র। ‘ শিবাজী’ ! ? – এ আবার কে? মোহালি থেকে কলকাতায় ফোনে প্রাক্তন সৌরস্ট্র রঞ্জি কোচ দেবু বাবুর কাছ এই রহস্যের খোঁজ নিয়ে জানলাম, শিবাজী আর অন্য কেউ নন – স্বয়ং রবীন্দ্র জাদেজা। দেবু বললেন, ” আমরা ওকে এই নামেই ডাকতাম। এখনও ডাকি। ”

জাদেজা ওরফে জাড ওরফে শিবাজী। একই লোক, অনেক নাম। কিন্তু সকলের প্রিয়। আরও বিস্ময়কর কথা শুনতে পাবো – আশাই ছিল না। শুনলাম, একসময় রবীন্দ্র জাদেজা এই কোচকে বলেছিলেন : “স্যার, হামকো সফেদ ড্রেসমে ইন্ডিয়া খেলনা হোগা। কেয়া করনা পরেগা?” সেদিন নাকি দেবু বলেছিলেন : তেরে সে হোগা নেহি। টেস্ট মে বল ছোড়না পড়তা হ্যায়। ডিফেন্স করনা পড়তা হ্যায়। উত্তরে সেদিন জাদেজা সৌরভের ছেলেবেলার কোচকে অনুরোধ করে বলেছিলেন: স্যার, আপ বলিয়ে । কেয়া কেয়া করনা পড়েগা। করুঙ্গা ম্যায়।

বাড়িতে বসে মোহালি টেস্টে সেই ” শিবাজী” ব্যাটিং দেখে খুব খুশি হয়েছেন। টেস্টে যে বোলিং শক্তিই হোক, সফেদ পড়ে – সাত নম্বরে ব্যাট করে অপরাজিত ১৭৫ রানটাই নাকি ম্যাচের রং বদলে দিয়েছে। অভিজ্ঞ কোচের চোখে নাকি টার্নিং পয়েন্ট।

নেতা রোহিত প্রথম টেস্টেই জয় দিয়ে শুরু করলেন।

একই কথা প্রায় শুনিয়ে গেছেন ম্যাচের আরেক নায়ক অশ্বিন। বলেছেন:” জাদেজার ব্যাটিং আমাকেও উজ্জীবিত করেছিল। ক্রিজে পৌঁছে উল্টোদিক থেকে ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ব্যাটিংটা কী সহজ। আমি – আর ও মিলে ভালই জুটিতে রান ছিলাম। কিন্তু আমি পারি , ও করে দেখিয়েছে। আর সঠিক নিশানায় বল রেখে যাওয়াতে ওকে খেলতে পড়ছিল না, লঙ্কার ব্যাটসম্যানেরা। আর উল্টো দিকে আমাকে টার্গেট করে রান তুলতে গিয়ে – দলের লাভ হয়েছে। বুমরা – শামিদের সঙ্গে আমাদের মিশিয়ে রোহিত আক্রমণে আনায়, চাপটা সারাক্ষণ রয়ে গেল।”

বিচিত্র এক টেস্ট ম্যাচের স্বাক্ষী হয়ে থাকল মোহালি। প্রথম দুটি দিনে ভারতের রানের খেলা দেখা গেল। আর তৃতীয় দিনটা গেল উইকেট পড়ায়। প্রথমদিন ভারতের ৩৫৭ রান আর ৬ উইকেট। পরের দিন, ভারতের আরও ২১৭ রান সঙ্গে বাকি দুটি উইকেট। এরপর এই দিনে, শ্রীলঙ্কার ১০৮ রান, সঙ্গে ওই দলের ৪ উইকেট। সব মিলিয়ে দ্বিতীয় দিন হয়েছিল, ৩২৫ রান। ১২ টি উইকেট পড়েছিল। আর আজ , খেলার তৃতীয় দিনে পড়লো মোট ১৬ টি উইকেট! সঙ্গে লঙ্কা দলের প্রথম ইনিংসে আরও ৬৪ রান আর দ্বিতীয় ইনিংসে ১৭৮ রান। মোট : ২৪২ রান। প্রথমদিন ৩৫৭। পরের দিন – ৩২৫। আর তৃতীয় দিনে – ২৪২ রান। উইকেট পড়ার হিসাবে চোখ দিলে দেখা যাচ্ছে: ৬, ১২ আর ১৬।

উইকেট নিয়ে সমালোচনা করা যায় কি? ভারতের স্বীকৃত ব্যাটাররা যা পারেননি, তা জাদেজা ( অপরাজিত ১৭৫ ) করেছেন। অশ্বিন (৬১)। পন্থ (৯৬) করেছেন। জাদেজা ষষ্ঠ উইকেটে পন্থের সঙ্গে ১০৪ রান করেন। সপ্তম উইকেটে অশ্বিনের সঙ্গে ১৩০ রান আর নবম উইকেটে অপরাজিত ১০৩ রান করেন শামির সঙ্গে। শ্রীলঙ্কার কোনও সেঞ্চুরি পার্টনারশিপ হয়নি। প্রথম ইনিংসে একটা ৫৮ রানের আর দ্বিতীয়তে ৪৯ রানের একটা জুটি গড়তে পেরেছিল। এই সিরিজের আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এই লঙ্কা দলই এক নম্বরে ছিল। ভারত বেশ তলায়। সেই দলের এমন হাল দেখে মনে হল, কোথাও তালমিলের সমস্যা শুরু হয়েছে। কিম্বা তাদের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো নড়বড়ে হয়ে গেছে।

আর জাদেজা! বল হাতেও দাপুটে। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১ । আবার পরের ইনিংসে ৪ উইকেটে ৪৬। তারমধ্যে লড়ার চেষ্টা চালু করা অ্যাঞ্জেলো ম্যাথুজ আর ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেওয়া। দাঁত নখ ভেঙে গোবেচারার মত আত্ম সমর্পণ করল।

বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্ট আবার দিনরাতের। পিঙ্ক বলের লড়াই। দুই দলই এখানে থেকেই প্রস্তুতি শুরু করার প্ল্যান সাজিয়ে ফেলেছে।

ছবি: সৌ – টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team