অলিম্পিকে আজ ভারতের মেয়েরা হকিতে সেমিফাইনালের লড়াইয়ে নামছে টোকিওতে। সেই খেলা ভারতীয় সময় বেলা সাড়ে তিনটেতে। আর একই সময় ইংল্যান্ডে বিরাট কোহলি বাহিনী খেলতে নামছে প্রথম টেস্ট।
ভারত-ইংল্যান্ড সিরিজের পাঁচ টেস্টের মহারণ শুরু হচ্ছে। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে আজ প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ভারতের এই ইংল্যান্ড সিরিজ দিয়েই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। আইসিসির টেস্টে রাঙ্কিংয়ে ভারত এই মুহূর্তে দুই নম্বর স্থানে আছে। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। গোটা সিরিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য আছে মোট ৬০ পয়েন্ট। চ্যাম্পিয়নশিপের নতুন নিয়ম অনুযায়ী, জয়, ড্র এবং টাই-য়ের জন্য পাওয়া যাবে যথাক্রমে ১২, ৪ এবং ৬ পয়েন্ট ।
আরও পড়ুন:WTC 2: জয়ী কিউইরা খেলবে মাত্র ১৩টি টেস্ট!
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও এই সিরিজ মানেই ভারত ‘পতৌদি ট্রফি’ খেলতে নামছে। ভারত এবং ইংল্যান্ড দুই দেশের হয়েই খেলা মনে ইফতিকার আলি পতৌদি এবং তাঁর পুত্র (ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট ক্যাপ্টেন) মনসুর আলি পতৌদির স্মরণে ২০০৭-এ চালু হয় এই ট্রফি। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত প্ৰথমবারেই জিতে নিয়েছিল এই ট্রফি।
টেস্ট কখন শুরু ?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে। টস হবে আধঘন্টা আগে দুপুর ৩টেয়
কোন চ্যানেলে ম্যাচ দেখবেন ?
এই সিরিজের প্রতিটি ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখা হবে। সোনি সিক্স চ্যানেলে পাওয়া যাবে ইংরেজি ধারাভাষ্য, সোনি টেন থ্রিতে দেখা যাবে হিন্দি ধারাভাষ্য সমেত সরাসরি খেলা দেখা যাবে।
কোন ওয়েব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং হবে?
আসন্ন সিরিজের প্রতিটি ম্যাচ সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর/রবীন্দ্র জাদেজা , রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা/ মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
ছবি: সৌ – টুইটার।