মলদ্বীপঃ এগিয়ে থেকেও জয় অধরা| তাও আবার ১০ জনর বাংলাদেশের বিরুদ্ধে| তিন পয়েন্ট চেয়েছিল তারা, কিন্তু তা হয়নি| ম্যাচ শেষেই ঈগর স্টিমাচের কাঠগড়ায় রেফারি| পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেও পিছপা হলেন না ভারতীয় দলের তারকা কোচ|
লাল কার্ড দেখা থেকে পেনাল্টি না দেওয়া নিয়ে, ম্যাচের পরই রেফারিকে নিশানা করতে ছাড়লেন না ভারতীয় দলের কোচ| বাংলাদেশের বিরুদ্ধে এদিন ম্যাচের ২৬ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত|
এরপরও ম্যাচে ভারতেরই দাপট ছিল| প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বাংলাদশের বক্সে হ্যান্ডবল করেছিলেন তাদের ডিফেন্ডার| বারবার আবেদন করা সত্ত্বেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেননি|
তেমনই দ্বিতীয়ার্ধে বাংলাদেশী ফুটবলারদের পাওয়ার ফুটবলের ক্ষেত্রেও রেফারির একটি রেড কার্ড দেওয়াকে সমর্থন করতে পারছেন না ঈগর| ফুটবলারদের দোষ দিতে তিনি একেবারেই নারাজ| তাই তো ম্যাচ শেষ হতে না হতেই রেফরিং নিয়ে সরব হয়েছেন ঈগর|
ম্যাচ শেষে স্টিমাচ জানান, এদিন একটি নয় অন্তত দুটো রেড কার্ড দেওয়া উচিত ছিল| শুধু তাই নয় প্রথমার্ধেই একটি পেনাল্টি পাই আমরা| হ্যান্ডবল হওয়া সত্ত্বেও রেফারি কোনওরকম সিদ্ধান্ত নেননি| বুঝতে পারছি না এখানে পক্ষপাতিত্ব হচ্ছে কিনা|
তিন পয়েন্টের লক্ষ্যে থাকলেও শেষপর্যন্ত এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভারতীয় দলকে| যদিও ফুটবলারদের কোনওরকম দোষারোপ দিতে নারাজ তিনি| বরং শুরুটা যে তারা খুব একটা খারাপ করেছে সেটা মানতে পারছেন না স্টিমাচ|
মলদ্বীপের মতো দল প্রথম ম্যাচেই হেরে গিয়েছে| সেখানে ভারত প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়েছে| এই জায়গা থেকে মেন ইন ব্লুজ ব্রিগেড যে ঘুরে দাঁড়াবেই সেই ব্যপারে আত্মবিশ্বাসী ভারতী দলের ক্রোয়েশিয়ান হেডস্যার|