কলকাতা: ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFE)। উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা (Actor) শাহিদ কপূর Shahid Kapoor)। লেদারের পোশাক ও কালো সানগ্লাস পরে নাচছিলেন তারকা। আচমকা ছন্দপতন! নাচতে নাচতে স্টেজের সামনের দিকে চলে এসেছিলেন শাহিদ। আচমকা তাঁর ডান পা সামনের ফাঁকা জায়গায় ঢুকে যায়। হাত দিয়ে কোনওমতে ভারসাম্য রক্ষা করেন অভিনেতা। এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গিয়েছিলেন। চোখের পলক পড়তে না পড়তেই সামলে ফেলেন নিজেকে। উঠে আবার নাচতে শুরু করেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।