দুবাই:ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় ঘর এখন দুবাই| যেকোনও সমস্যার সমাধানে দুবাইয়ের বাইশগজই ভরসা এখন বিসিসিআইয়ের| আইপিএলের পর বোর্ডের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপও হচ্ছে সেখানেই| সেই এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার উন্মোচন হল টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি|
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হওয়ার কথা ছিল| কিন্তু করোনার বর্তমান পরিস্থিতি ও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রতিযোগিতা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় আইসিসি| কিন্তু ভারতীয় বোর্ড কর্তারা চাননি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের হাত থেকে চলে যাক|
প্রতিযোগিতা নিজেদের তত্ত্ববধানে রেখে দুবাইয়ে বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দেয় আইসিসিকে ভারতীয় বোর্ড কর্তারা| আইসিসি, বিসিসিআই কর্তাদের প্রস্তাবে শিলমোহর দেওয়ার পরই বিশ্বকাপ স্থানান্তরিত হয়| যার আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকেই|
Launched the @T20WorldCup Trophy with H.E. Sheikh Nahayan Mabarak Al Nahyan, Mr Khalid Al Zarooni and @ICC officials in Dubai. The @EmiratesCricket will be home away from home for @BCCI in the upcoming T20 World Cup #Strongertogether ?? ?? ? pic.twitter.com/mPaOZNMNq1
— Jay Shah (@JayShah) September 2, 2021
এদিন এমিরেটস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন হল বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের হাতে| উপস্থিত ছিলেন আইসিসি কর্তারা সহ আরব আমির শাহি ক্রিকেট সংস্থার কর্তারাও|
অক্টোবরে এখন শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষা|