পরিবর্তন হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম| প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ নিয়ে বিতর্ক হওয়ায় নতুন নিয়মে শুরু হতে চলেছে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ|
টেস্ট সিরিজ ড্র হলে মিলবে ১২ পয়েন্ট| টেস্ট ড্র হলে ৪ পয়েন্ট ও সিরিজ টাই হলে ৬ পয়েন্ট করে পাবে দু দলই|
আগামী ৪ অগস্ট ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকেই এই নতুন নিয়ম শুরু চালু হবে| ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে টেস্ট খেলা ৯টি দেশ ছটি করে সিরিজ খেলবে| তার মধ্যে তিনটি হোম ও তিনটি করে অ্যাওয়ে সিরিজ হবে|
ভারত অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে| হোম সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে|
তবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে না বিরাট কোহলিদের|