কলম্বো: দীর্ঘ ১১ মাস চোটে ছিলেন ভারতের এক নম্বর পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নীল জার্সিতে প্রত্যাবর্তন হয় তাঁর। তবে আসল পরীক্ষা ছিল এশিয়া কাপ (Asia Cup), কারণ ১০ ওভার বল করার ধকল বুমরার শরীর কতটা সহ্য করতে পারে সেটাই ছিল দেখার। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন করে তাঁর চোট নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় মানুষজন রীতিমতো প্রার্থনা করতে থাকেন।
শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই জোড়া ধাক্কা দেন বুমরা। পাকিস্তান ম্যাচের মতোই তাঁর প্রথম স্পেলে ব্যাট ছোঁয়ানো মুশকিল হচ্ছিল। এর মধ্যেই সেই দুর্ঘটনা। বল ডেলিভারি করার সময় বুমরার বাঁ পায়ের গোড়ালি মচকে যায়, মাটিতে পড়ে যান তিনি। এরপর শুশ্রূষা করাতে ড্রেসিংরুমে চলে যান ডান হাতি পেসার। ভারতের বিশ্বকাপ স্বপ্ন যাঁর কাঁধে অনেকটা নির্ভর করছে তাঁর চোটে আতঙ্কিত হয়ে পড়ে ভারতীয় সমর্থককুল। তাঁদের স্বস্তি দিয়ে কিছুক্ষণের মধ্যেই মাঠে ফেরেন বুমরা।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের প্রথম সুপারস্টার
Bumrah bhai sambhal kr No more injury ?#INDvSL
— POINT TOH HAI (@on_point_22) September 12, 2023
গোড়ালি মচকে গেলেও ভাগ্যক্রমে বড় কোনও বিপদ ঘটেনি। তবু সাবধানতা অবলম্বন করতেই বরফ দিতে ড্রেসিংরুমে যান বুমরা। ফিরে এসে আবার বল করেন। এদিন পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিসের গুরুত্বপূর্ণ উইকেট দুটো উইকেট তুলে নেন। জোড়া উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর মঙ্গলবার চার উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এদিন ওডিআই ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি।
ভারত ৪১ রানে জিতলেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এবং ক্রিকেট বিশ্বের মন জিতে নিয়েছেন শ্রীলঙ্কার ২০ বছর বয়সি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage)। অবশ্য তাঁকে অলরাউন্ডার বলাই সমীচীন হবে। শুভমান গিল (Shubman Gill), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) সহ পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করলেন ৪৬ বলে অপরাজিত ৪২। আট নম্বরে নেমে তাঁর এই লড়াই অনেকদিন মনে থাকবে। তাঁর দেশের কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন জানিয়েছেন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স দিয়েছিলেন তিনি। এবার সর্বোচ্চ পর্যায়েও নজর কাড়লেন।